Homeখবরবিদেশনিহত শীর্ষ হামাস কমান্ডার, গাজায় একযোগে ত্রিমুখী হামলার জন্য তৈরি ইজরায়েলি বাহিনী

নিহত শীর্ষ হামাস কমান্ডার, গাজায় একযোগে ত্রিমুখী হামলার জন্য তৈরি ইজরায়েলি বাহিনী

প্রকাশিত

গাজায় একযোগে ত্রিমুখী হামলার পরিকল্পনায় ইজরায়েল। স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার জন্য তৈরি ইজরায়েলি সেনাবাহিনী।

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ সপ্তম দিনে গড়াল। গত শনিবার (৭ অক্টোবর, ২০২৩) আকস্মিক ভাবে ইজরায়েলে রকেট নিক্ষেপ করে প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাস। তার পর ‘যুদ্ধ’ ঘোষণা করে ইজরায়েল। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে যে তারা গাজা উপত্যকায় বিমান, স্থল এবং নৌবাহিনী নিয়ে একটি “সমন্বিত” আক্রমণের জন্য প্রস্তুত।

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সীমান্তের কাছে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “আরও আসছে”। ইজরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরই প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে একযোগে আক্রমণের কথা জানানো হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, সেনাবাহিনী ঘোষণা করেছে যে, গতকাল রাতে তারা হামাসের এক শীর্ষ কমান্ডার বিলাল আল-কেদরাকে হত্যা করেছে। হামাসের অভিজাত সামরিক শাখা নুখবা বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন বিলাল। তিনি দক্ষিণ ইজরায়েলের কিবুতজ নিরিম এবং নির ওজের উপর মারাত্মক হামলার জন্য অভিযুক্ত। এ ছাড়াও আইডিএফ বিবৃতিতে জানানো হয়েছে, “সন্ত্রাসবাদী সংগঠন হামাসের পাশাপাশি প্যালেস্তেনীয় ইসলামিক জিহাদের অন্য চক্রীদেরও নির্মূল করা হয়েছে”।

ইতিমধ্যে ইজরায়েল-হামাস আক্রমণ, প্রতিআক্রমণে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজারের পার হয়েছে। ইজরায়েলে হামাসের অপ্রত্যাশিত আক্রমণে ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গাজা উপত্যকায় বিমানহামলায় ২২৫০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে ইজরায়েলের স্থল আক্রমণের ভয়ে হাজার হাজার প্যালেস্তেনীয় উত্তর গাজা থেকে পালাতে শুরু করেছেন।

অন্য দিকে মিডিয়া রিপোর্টে প্রকাশ, অপহৃত ইজরায়েলিদের মানব ঢাল হিসাবে ব্যবহার শুরু করেছে হামাস বাহিনী। আর তাদের এই মোক্ষম চালেই ইজরায়েলের হামলায় মৃত্যু হচ্ছে অপহৃত সেই ইজ়রায়েলিদেরই! শনিবারই ইজরায়েলের হামলায় গাজ়ায় বন্দি ন’জন ইজ়রায়েলির মৃত্যু হয়েছে। ফলে হামাসের এই কৌশল ভাবিয়ে তুলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাকে।

আরও পড়ুন: ইজরায়েল-হামাস সংঘাতে তেল সরবরাহে ব্যাঘাত ঘটবে কি? খোলসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি...

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?