Homeখবরবিদেশআমেরিকায় গুরুদ্বারে চলল গুলি, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

আমেরিকায় গুরুদ্বারে চলল গুলি, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুদ্বারে চলল গুলির লড়াই। রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আচমকাই গুলির শব্দ শোনা যায় ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো গুরুদ্বারে। গুলিতে গুরুতর আহত হন দুই ব্যক্তি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তাদের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরেই এই গুলি লড়াই।

স্যাক্রামেন্টো কাউন্টির শেরিফের মুখপাত্র অমর গান্ধী বলেন, ‘এই ঘটনার সঙ্গে দাঙ্গা বা সন্ত্রাসের কোনও যোগ নেই। গুরুদ্বারেই তিনজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চলায়। তারা তিনজনেই পরস্পরের পরিচিত বলে পুলিশ জানিয়েছে। গুলি চালানোর পরে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যান ওই প্রথম ব্যক্তি। অমর গান্ধীর বলেন, ”এই ঘটনায় অভিযুক্তরা সকলেই একে অপরের পরিচিত বলেই মনে হচ্ছে। দীর্ঘদিনের কোনও ঝামেলার জেরেই এই হামলা হয়েছে।”

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের জানিয়েছে, দুই জনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

খবর অনলাইনে আরও পড়ুন

১০০ দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র, তবে বাংলার জন্য বরাদ্দ শূন্য

আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, পড়ে নিন আরও ৫টি খবর

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

ভারী বৃষ্টি ও বন্যা সংযুক্ত আরব আমিরশাহিতে। যে কারণে, মঙ্গলবার এবং বুধবার ভারত ও...

ভারী বৃষ্টিতে ভাসল দুবাই বিমানবন্দর, জলে ডুবে শহরের রাস্তাঘাট

জল জমে থাকার জন্য বিমানবন্দরে প্রায় আধ ঘণ্টা বিমান চালচল বন্ধ ছিল। বিমানবন্দরে মঙ্গলবার মাত্র ১২ ঘন্টায় প্রায় ১০০ মিমি এবং ২৪ ঘন্টায় মোট ১৬০ মিমি বৃষ্টি হয়েছে। গড়ে, দুবাই শহরে এক বছরে প্রায় ৮৮.৯ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে।

ঈদের আবহে বড়সড় দুর্ঘটনা পাকিস্তানে, বালুচিস্তানে প্রদেশে তীর্থযাত্রী ভর্তি বাস খাদে পড়ে মৃত ১৭

পাকিস্তানের সিন্ধু ও বালুচিস্তান প্রদেশের একটি সীমান্ত শহরের কাছে গভীর খাদে পড়ে গেল তীর্থযাত্রী...