আমেরিকায় গুরুদ্বারে চলল গুলি, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

0
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএনআই টুইটার

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুদ্বারে চলল গুলির লড়াই। রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আচমকাই গুলির শব্দ শোনা যায় ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো গুরুদ্বারে। গুলিতে গুরুতর আহত হন দুই ব্যক্তি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তাদের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরেই এই গুলি লড়াই।

স্যাক্রামেন্টো কাউন্টির শেরিফের মুখপাত্র অমর গান্ধী বলেন, ‘এই ঘটনার সঙ্গে দাঙ্গা বা সন্ত্রাসের কোনও যোগ নেই। গুরুদ্বারেই তিনজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চলায়। তারা তিনজনেই পরস্পরের পরিচিত বলে পুলিশ জানিয়েছে। গুলি চালানোর পরে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যান ওই প্রথম ব্যক্তি। অমর গান্ধীর বলেন, ”এই ঘটনায় অভিযুক্তরা সকলেই একে অপরের পরিচিত বলেই মনে হচ্ছে। দীর্ঘদিনের কোনও ঝামেলার জেরেই এই হামলা হয়েছে।”

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের জানিয়েছে, দুই জনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

খবর অনলাইনে আরও পড়ুন

১০০ দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র, তবে বাংলার জন্য বরাদ্দ শূন্য

আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, পড়ে নিন আরও ৫টি খবর

বিজ্ঞাপন