ওজন ২৪৯২ ক্যারাট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরের খোঁজ মিলেছে। এত্ত বড়ো হিরের খোঁজ মিলেছে আফ্রিকার দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোনে থেকে ৫০০ কিলোমিটার দূরে কারোয়ে খনিতে। এই হিরের খনিটি কানাডার খনি সংস্থা লুকারা ডায়মন্ড কর্পের মালিকানাধীন। সংস্থার সভাপতি ও শীর্ষ আধিকারিক উইলিয়াম ল্যাম্ব সাংবাদিকদের জানান, “২৪৯২ ক্যারাটের এত বড়ো হিরে পেয়ে আমরা খুব খুশি। অত্যাধুনিক কাটিং এজ এক্সআরটি প্রযুক্তির সাহায্যে হিরের খোঁজ মিলেছে।”
আফ্রিকার বতসোয়ানায় বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি হিরের খনি আছে। বছরে ২০% হিরের খোঁজ মেলে এই দেশে। কানাডার খনি সংস্থা লুকারা ডায়মন্ড কর্পের মেগা ডায়মন্ড রিকোভারি এক্স রে ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করা হয় এত বড়ো আকারের হিরের খোঁজ পেতে। খনিতে ২০১৭ সালে এই বিশেষ রকমের প্রযুক্তি বসানো হয়।
বতসোয়ানার হিরের খনিতে প্রচুর পরিমাণে ইএম/পিকে(এস) নামক বিশেষ রকমের পাথর রয়েছে। এই বিশেষ রকমের পাথর প্রসেস করলেই হিরের খোঁজ মেলে। ২০১৯ সালে এই খনি থেকেই মিলেছিল ১৭৫৮ ক্যারাট ওজনের হিরে। সেই হিরে কিনেছিল ফরাসি ফ্যাশন হাউজ লুই ভুইতোঁ।
এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম হিরে হল কালিনান ডায়মন্ড। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় মিলেছিল ৩১০৬ ক্যারাট ওজনের ওই বিশেষ হিরে। বতসোয়ানায় পাওয়া দ্বিতীয় বৃহত্তম হিরেটির এখনও নামকরণ হন্য।
আরও পড়ুন
নুন-চিনি তো কোন ছার, মানবমস্তিষ্কেও প্লাস্টিকের কণা, বিশ্বব্যাপী এমার্জেন্সি ঘোষণার দাবি