Homeখবরকলকাতাবড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

প্রকাশিত

নীলাদ্রি পাল

প্রকৃত ইতিহাসই পারে মানবসমাজকে এগিয়ে নিয়ে যেতে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ তার এগিয়ে চলার পথকে সুগম করতে পারে। অনেক সময় ইতিহাসকে বিকৃত করে সমাজের সামনে পেশ করা হয়েছে বা হয়ে চলেছে। 

মানুষকে প্রকৃত ও সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে সাবর্ণ সংগ্রহশালা নিরন্তর কাজ করে চলেছে। এই কাজের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর কলকাতার পর্যটন মানচিত্রে কয়েক মাস আগে সাবর্ণ সংগ্রহশালাকে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে দিয়েছে। আর একই পাসে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটন দফতর চালু করেছে ‘ইন্টিগ্রেটেড সিটি পাস’।  

sabarna exhibition 3 06.02
উত্তমকুমারকে নিয়ে প্রদর্শনীর একাংশ।

২০০৬ সাল থেকে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় প্রতি বছর আন্তর্জাতিক ইতিহাস উৎসবের আয়োজন করে চলেছে। এই বছরের আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা হল ৫ ফেব্রুয়ারি। বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও সাবর্ণ সংগ্রহশালার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অরুণ বন্দোপাধ্যায়, নীলাদ্রি লাহিড়ী, সুদীপ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং ‘নেতাজি সুভাষ’ বাংলা টিভি সিরিয়ালে নেতাজির ছোটোবেলার চরিত্রে অভিনয় করা অঙ্কিত মজুমদার। 

আন্তর্জাতিক ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি কেনিয়া। কেনিয়ার বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়েছে এই ইতিহাস উৎসবে। এ ছাড়াও রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হয়েছে শিল্পী সংসদের সহযোগিতায় অভিনেতা উত্তমকুমার এবং সংগীতশিল্পী বিমান মুখোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে প্রদর্শিত হয়েছে স্বাধীনতার তিন দিন পরে অর্থাৎ ১৯৪৭-এর ১৮ আগস্ট উত্তমকুমার তথা  অরুণকুমার মুখার্জির সই করা কলকাতা পোর্ট ট্রাস্টের ক্যাশ বিভাগে করণিক হিসেবে যোগ দেওয়ার জন্য এক হাজার টাকা জমা দেওয়া একটি রসিদের কপি। এ ছাড়াও রয়েছে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছায়াছবির হাতে লেখা মূল ম্যানুস্ক্রিপ্টটি। প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মানুষদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

sabarna exhibition 2 06.02
অরুণ কুমার মুখার্জির সই করা রসিদ।

২০২২-এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্ণ হওয়ার পাশাপাশি ঋষি অরবিন্দের জন্মের সার্ধ শতবর্ষ পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ঋষি অরবিন্দ সম্পর্কে নানা তথ্য ও ইতিহাসের উপাদানও প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস উৎসবে।

এই উৎসবে প্রদর্শনীর মাধ্যমে সাধক রামপ্রসাদের সঙ্গে সাবর্ণ পরিবারের সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে সাধক রামপ্রসাদের দস্তখত করা মোঘল আমলের কাবুলতিপত্র প্রদর্শিত হয়েছে।

sabarna exhibition 4 06.02
অনুষ্ঠানে ডাক্তার পার্থসারথি মুখার্জিকে বরণ করা হচ্ছে।

উদ্বোধনের দিন বিকেলে ছিল মজাদার একটি কুইজের আসর। বিভিন্ন ক্ষেত্রের ইতিহাসের ওপর ভিত্তি করে এই কুইজের আসরটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিকেলের এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট, বাঙালিবাদী ডাক্তার পার্থসারথি মুখার্জি। একই ঘটনার ইতিহাসের বিভিন্ন মতবাদের বিষয়ে উল্লেখ করেন তিনি। ইতিহাস আর সঠিক ইতিহাসের আলাদা আলাদা বিষয়গুলির ওপরও আলোকপাত করে ইতিহাস কেন মতবাদের ঊর্ধ্বে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। ইতিহাসকে আবেগবর্জিত ও আরও বেশি তথ্যনির্ভর হওয়ার কথা বলেন। না হলে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করেন ডা. মুখার্জি। 

আন্তর্জাতিক এই ইতিহাস উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

মৃত প্রায় ১৯০০, আহত ৫ হাজারেরও বেশি মানুষ! দফায় দফায় ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়

‘ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’, নির্বাচনী প্রচারে দাবি মমতার

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতার চার মেট্রোর জন্য বাজেট-বরাদ্দ ৪ হাজার কোটি টাকারও বেশি

খবর অনলাইন ডেস্ক: এবারের কেন্দ্রীয় বাজেটে কলকাতার চারটি মেট্রো প্রকল্পের জন্য ৪ হাজার কোটি...

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ...

২ মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি, জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

কলকাতায় সিএনজি সরবরাহের সমস্যা সমাধানের জন্য গলসি থেকে কল্যাণী পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, দুই মাসের মধ্যে কল্যাণীতে সিএনজি সরবরাহ শুরু হবে, যা কলকাতায় প্রতিদিন ৫১ টন গ্যাস সরবরাহ করবে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?