Homeখবরকলকাতাছানি অপারেশনের পর বিপত্তি, চোখে সংক্রমণ, অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে

ছানি অপারেশনের পর বিপত্তি, চোখে সংক্রমণ, অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে

প্রকাশিত

খাস কলকাতায় একটি সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর ২৫ জন রোগীর চোখে সংক্রমণের অভিযোগ উঠেছে। বুধবার গার্ডেনরিচ এলাকার সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, দু’জন রোগীর সমস্যার কথা শুনেছেন, তবে কারও দৃষ্টিশক্তি পুরোপুরি চলে গিয়েছে এমন খবর তাঁর কাছে নেই। বর্তমানে ওই রোগীদের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজের রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমলোজিতে (আরআইও)।

মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের ১৪১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ছানি অপারেশনের পর ২০-২৫ জন রোগীর পরিবার চোখে দেখতে না পাওয়ার অভিযোগ তোলে। এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট হাসপাতালের অপারেশন থিয়েটার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অপারেশন থিয়েটার জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হয়েছে এবং রোগীদের আরআইও-তে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংক্রমণের কারণে এই সমস্যা ঘটেছে।

রোগী পরিবারের অভিযোগ, চলতি সপ্তাহেই তাঁদের আত্মীয়দের ছানির অপারেশন হয়েছিল। বুধবার যখন ব্যান্ডেজ খোলা হয়, তখন রোগীরা দেখতে পাচ্ছিলেন না। একের পর এক রোগীর মুখে এই কথা শোনার পরে আতঙ্ক ছড়ায় রোগী এবং তাঁদের পরিবারের মধ্যে। রোগী পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা।

স্বাস্থ্য অধিকর্তা জানান, “দু’জন রোগীর সমস্যার কথা শুনেছি, তবে সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে গিয়েছে বলে শুনিনি। অভিযোগ তদন্তসাপেক্ষ। আরআইও থেকে একটি দল গার্ডেনরিচ হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করবে এবং তদন্ত করে দেখা হবে, ঠিক কী কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।”

রোগীর পরিজনদের একাংশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার অনেকের দ্বিতীয় অস্ত্রোপচার হবে কলকাতা মেডিক্যাল কলেজে। আতঙ্ক এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাঁরা। সরকারি ভাবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দৃষ্টিশক্তি হারানো রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে অবশেষে সক্রিয় বর্ষা, সময়ের আগেই গোটা দেশ মৌসুমি বায়ুর কবলে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

আরও পড়ুন

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।