Homeখবরকলকাতারাজভবনে হাতেখড়ি, রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার মুখ্যমন্ত্রীর

রাজভবনে হাতেখড়ি, রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজভবনে হয়ে গেল রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠান। সরস্বতী পুজোর বিকেলে ছিল তাঁর ‘হাতেখড়ি’। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই বাংলা ভাষায় পথচলা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার হিসেবে রাজ্যপালের হাতে বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ তুলে দিলেন তিনি। তাঁর সামনেই বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। লালপাড় হলুদ শাড়ি পড়া খুদে হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায়। তার পর রীতি মেনে স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ উচ্চারণও করেন রাজ্যপালও। গুরুদক্ষিণা হিসেবে খুদে মেয়েটির হাতে উপহার তুলে দেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মূলত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম এবং দ্বিতীয় ভাগ থেকে। মাতৃভাষাকে সম্মান জানিয়ে এবং রাজ্যপালের শেখার সুবিধার জন্য এটা তাঁর হাতে তুলে দিচ্ছি। এটা আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত। মহাত্মা গান্ধীও বাংলা শিখেছিলেন। আমাদের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গাঁধীরও বাংলা ভাষার প্রতি আগ্রহ ছিল”।

রাজ্যপাল বলেন, “আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালবাসি। আমি বাংলার মানুষকে ভালবাসি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমার নায়ক। জয় বাংলা, জয় হিন্দ”।

সরস্বতী পুজোয় এই বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকলেন রাজ্যের একাধিক মন্ত্রী-সহ বিশিষ্টজনেরা। এ দিন রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষও হাজির ছিলেন। ছিলেন অজয় চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, পূর্ণদাস বাউলের মতো শিল্পীরা। অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার মেয়র, পুলিশ কমিশনার। বিরোধী দলনেতা অনুষ্ঠানে না গেলেও, ছিলেন তথাগত রায়।

আরও পড়ুন: আচমকা যোগমায়াদেবী কলেজে মুখ্যমন্ত্রী, গাইলেন গান

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে