Homeখবরকলকাতামন্ত্রিসভা থেকে ব্রাত্যকে অপসারণের সুপারিশ রাজ্যপালের, পাল্টা কটাক্ষ শিক্ষামন্ত্রীর

মন্ত্রিসভা থেকে ব্রাত্যকে অপসারণের সুপারিশ রাজ্যপালের, পাল্টা কটাক্ষ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত

রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন। রাজ্যপালের দাবি, ব্রাত্য বসু নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। যদিও শিক্ষামন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং রাজ্যপালের সুপারিশকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। রাজ্যপালের এই সুপারিশের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠন।

কিছুদিন আগে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি কনভেনশনে উপস্থিত ছিলেন। রাজ্যপালের দাবি, এই ঘটনা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সামিল। কারণ, ওই সময় নির্বাচনী আচরণ বিধি জারি ছিল এবং মন্ত্রীদের কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করতে নিষেধ ছিল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ভাবে শিক্ষাসংক্রান্ত এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না। তিনি রাজ্যপালের সুপারিশকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজ্য সরকার রাজ্যপালের সুপারিশ মেনে নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনা রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে ফের নতুন করে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে।
রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আসরে নেমেছে নামল তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’। সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে ওয়েবকুপার জবাব, ‘‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক পদ ছেড়ে রাজনীতিতে নামুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো।’’

সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে বাণ নিক্ষেপ করা থেকে তিনি (রাজ্যপাল) বিরত থাকুন। না হলে বাংলার আপামর শিক্ষক সমাজ এই ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।’’ রাজ্যপাল বোসকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গেও তুলনা করেছে ওয়েবকুপা। সংগঠনটি জানিয়েছে, তাঁকে পদ থেকে অপসারণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার আবেদনও করা হবে।

আরও পড়ুন। চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করে পায়ে হেঁটেই প্রচার যাদবপুরের বামপ্রার্থী সৃজনের

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান, চলছে কর্মবিরতিও

কলকাতা: মঙ্গলবার দুপুরে সল্ট লেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে গেলেন আন্দোলনরত...

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?