Homeখবরকলকাতামন্ত্রিসভা থেকে ব্রাত্যকে অপসারণের সুপারিশ রাজ্যপালের, পাল্টা কটাক্ষ শিক্ষামন্ত্রীর

মন্ত্রিসভা থেকে ব্রাত্যকে অপসারণের সুপারিশ রাজ্যপালের, পাল্টা কটাক্ষ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত

রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন। রাজ্যপালের দাবি, ব্রাত্য বসু নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। যদিও শিক্ষামন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং রাজ্যপালের সুপারিশকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। রাজ্যপালের এই সুপারিশের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠন।

কিছুদিন আগে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি কনভেনশনে উপস্থিত ছিলেন। রাজ্যপালের দাবি, এই ঘটনা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সামিল। কারণ, ওই সময় নির্বাচনী আচরণ বিধি জারি ছিল এবং মন্ত্রীদের কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করতে নিষেধ ছিল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ভাবে শিক্ষাসংক্রান্ত এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না। তিনি রাজ্যপালের সুপারিশকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজ্য সরকার রাজ্যপালের সুপারিশ মেনে নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনা রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে ফের নতুন করে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে।
রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আসরে নেমেছে নামল তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’। সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে ওয়েবকুপার জবাব, ‘‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক পদ ছেড়ে রাজনীতিতে নামুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো।’’

সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে বাণ নিক্ষেপ করা থেকে তিনি (রাজ্যপাল) বিরত থাকুন। না হলে বাংলার আপামর শিক্ষক সমাজ এই ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।’’ রাজ্যপাল বোসকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গেও তুলনা করেছে ওয়েবকুপা। সংগঠনটি জানিয়েছে, তাঁকে পদ থেকে অপসারণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার আবেদনও করা হবে।

আরও পড়ুন। চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করে পায়ে হেঁটেই প্রচার যাদবপুরের বামপ্রার্থী সৃজনের

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

আগুনে গ্যাস গ্যাসচেম্বারে পরিণত মেছুয়ার হোটেল, মৃত শিশু সহ ১৪, সিট গঠন করে তদন্ত

কলকাতার বড়বাজারের মেছুয়া এলাকার হোটেল ঋতুরাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত ১৪ জন। গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল, চলছে উদ্ধারকাজ।

মেছুয়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যক্তির

মেছুয়ার ফলপট্টিতে একটি হোটেলে ভয়াবহ আগুন, আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু হল আনন্দ পাসোয়ান নামে এক ব্যক্তির। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভাতে ব্যস্ত।

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে