1. জমজমাট বাজার
আর মাত্র চার দিন। তার পরেই পঞ্চমী। হাতে আর সময় নেই। কেনাকাটা যা করার এ বার করে নিতে হবে। তাই প্রত্যেকটা বাজারে ভিড়। রবিবার গড়িয়াহাটে। ছবি: রাজীব বসু।
2. সাজের বেলা
চার দিন পরে পঞ্চমী এলেও কর্মস্থান থেকে ছুটি পেতে আরও দিনছয়েক। কারও কারও পুজো উপলক্ষ্যে লম্বা ছুটি থাকলেও অনেকেরই তিন-চার দিনের বেশি ছুটি থাকে না। তাও ছুটি পড়তে পড়তে সপ্তমী। তাই সাজ করতে হলে রবিবারই ছিল প্রশস্ত। ছবি: রাজীব বসু।
3. কুমোরটুলি থেকে
রবিবার ছিল প্রতিপদ। সূচনা হয়েছে দেবীপক্ষের। শিল্পীদের ঘর থেকে গৃহস্থের ঘরে বা মণ্ডপে মা দুর্গার যাওয়া শুরু হয়ে গিয়েছে আগেই। তবে দেবীপক্ষের সূচনায় রবিবার মা আরও বেশি করে ঘরের পথে পা বাড়িয়েছেন। ছবি: রাজীব বসু।
4. মণ্ডপের কাজ প্রায় শেষ
সর্বজনীন পূজামণ্ডপের কাজ অনেক পাড়াতেই শেষ হয়ে গিয়েছে। সম্পূর্ণ হয়েছে আলোর কাজও। এমনই একটি সর্বজনীন পূজা – রাজডাঙা নবোদয় সংঘ। ছবি: রাজীব বসু।
5. এলেন রোনাল্ডিনহো
কলকাতায় দুর্গাপূজায় অতিথি হিসাবে উপস্থিত থাকতে দেশ-বিদেশ থেকে বহু নামিদামি মানুষ আসতে শুরু করেছেন। রবিবার এলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। সঙ্গে রয়েছেন সুজিত বসু। ছবি: রাজীব বসু।