Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অবিশ্বাস্য জয়, আফগান স্পিনের জাদুতে আত্মসমর্পণ করল  ইংল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অবিশ্বাস্য জয়, আফগান স্পিনের জাদুতে আত্মসমর্পণ করল  ইংল্যান্ড

প্রকাশিত

আফগানিস্তান: ২৮৪ (রহমানুল্লাহ গুরবাজ ৮০, ইকরাম আলিখিল ৫৮, আদিল রশিদ ৩-৪২, মার্ক উড ২-৫০)

ইংল্যান্ড: ২১৫ (৪০.৩ ওভারে) (হ্যারি ব্রুক ৬৬, ডাউইড মালান ৩২, রশিদ খান ৩-৩৭, মুজিব উর রহমান ৩-৫১)  

দিল্লি: বড়ো অঘটন ঘটে গেল বিশ্বকাপে। গত বারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে সহজেই হারিয়ে দিল আফগানিস্তান। মোটামুটি একপেশেই হল খেলা। ইংল্যান্ডের দিক থেকে তেমন লড়াই দেখা গেল না। একমাত্র হ্যারি ব্রুক ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটারই সে ভাবে আফগান বোলারদের সামলাতে পারলেন না। বিশেষ করে রশিদ খান, মুজিব উর রহমান এবং মোহম্মদ নবির মতো স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা।      

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। সুযোগের সদ্ব্যবহার করে আফগানিস্তান পৌঁছে যায় ২৮৪-তে। প্রায় তিনশোর কাছাকাছি পৌঁছে যাওয়ার পিছনে রহমানুল্লাহ গুরবাজের অবদান অনস্বীকার্য। গুরবাজ ছিলেন প্রচণ্ড মারমুখী। করলেন ৫৭ বলে ৮০ রান। এ ছাড়াও ইকরাম আলিখিল করেন ৬৬ বলে ৫৮ রান।

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ইংল্যান্ড গুটিয়ে গেল ২১৫ রানে। নির্ধারিত ৫০ ওভারের ৯.৩ ওভার বাকি থাকতেই। ৩৭ রান দিয়ে রশিদ খান তুলে নিলেন ৩ উইকেট। সমসংখ্যক উইকেট পেলেন মুজিব উর রহমান ৫১ রান দিয়ে। মোহম্মদ নবি মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিলেন। ফলে ৬৯ রানে হেরে গেল ইংল্যান্ড। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৯ নম্বর ব্যাটার হিসাবে ২৮ রান করার সুবাদে মুজিব হলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

নিয়মিত ব্যবধানে উইকেট ইংল্যান্ডের

ইনিংস শুরু করার মুখেই বিপাকে পড়ে ইংল্যান্ড। দলের ৩ রানেই ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ব্রুক আর কিছুটা ডাউইড মালান ছাড়া কেউই আফগান বোলারদের মুখে দাঁড়াতে পারলেন না। কোনো উইকেটের জুটিই বলার মতো অবদান রাখতে পারেনি। আজ ইংল্যান্ডের হাল কেমন ছিল তা একটা উদাহরণ দিলেই বোঝা যায়। সবচেয়ে বেশি রান ওঠে তৃতীয় উইকেটের জুটিতে – ৩৫ রান। এ দিন ইংল্যান্ড কী রকম মোকাবিলা করল আফগানিস্তানের, তার প্রমাণ এই রান।

ব্রুক আর মালান ছাড়া ইংল্যান্ডের ছ’ জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছোলেন। কিন্তু কেউই সেই রান করতে পারলেন না যাতে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়া যায়। ইংল্যান্ডের ১০ উইকেট পড়ল ৩, ৩৩, ৬৮, ৯১, ১১৭, ১৩৮, ১৬০, ১৬৯, ১৯৮ এবং ২১৫ রানে। এতেই স্পষ্ট বোঝা যায়, আফগানিস্তানের বিরুদ্ধে এ দিন কোনো লড়াই-ই দিতে পারল না ইংল্যান্ড।

আফগান ইনিংসের ভিত গড়ে দিল প্রথম উইকেটের জুটি            

এ দিন খুব ভালো শুরু করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান প্রথম উইকেটের জুটিতে করেন ১১৪ রান। এঁদের মধ্যে গুরবাজ ছিলেন প্রচণ্ড মারমুখী। তিনি ইংল্যান্ডের কোনো বোলারকেই রেয়াত করছিলেন না। তাঁর সঙ্গে যথাযথ ভাবে সাথ দিচ্ছিলেন ইব্রাহিম জারদান। দলের ১১৪ রানে যখন জারদান আউট হলেন তখন তাঁর সংগ্রহে ছিল ২৮ রান। এর থেকেই বোঝা যায় কতটা মারমুখী ছিলেন গুরবাজ। আদিল রশিদের বলে জো রুটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান জারদান।

১১৪ রানে প্রথম উইকেট পড়ার পর দ্রুত উইকেট পড়তে থাকে আফগানদের। ৮ রান পরেই দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে যায়। গুরবাজের দুর্ভাগ্য, তিনি রান আউট হন ৫৭ বলে ৮০ রান করে। ১৯০ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যাওয়ায় মনে হয়েছিল আফগানিস্তানের স্কোর আড়াইশো ছাড়াবে না। কিন্তু শেষ ৪ উইকেটে তারা যোগ করে ৯৪ রান। এর জন্য কৃতিত্ব প্রাপ্য রশিদ খান, মুজিব উর রহমানের মতো টেল-এন্ডারদের। নির্ধারিত ৫০ ওভারের মাত্র ১ বল থাকতে আফগানিস্তান ২৮৪ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের সফলতম বোলার আদিল রশিদ। তিনি ৪২ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।

লিগ টেবিলে কে কোথায়

এ দিনের ম্যাচের পর ইংল্যান্ড ও আফগানিস্তান লিগ টেবিলে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকল। দুটি দলই ৩টি করে ম্যাচ খেলে ১টিতে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু নেট রান রেটের সুবাদে আপাতত এক ধাপ উপরে থাকল ইংল্যান্ড। এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দুটি দলই ৩টি করে ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু যথারীতি নেট রান রেটের বিচারে ভারত এগিয়ে রয়েছে। সে দিক দেখতে গেলে নেট রান রেট সবচেয়ে ভালো দক্ষিণ আফ্রিকার। কিন্তু তারা যেহেতু  ২টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, তাই আপাতত তারা রয়েছে তৃতীয় স্থানে। এবং চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ভারতও তিনে তিন, বুমরাহ-সিরাজ আর স্পিনার ত্রয়ীর জাদুতে পাকিস্তান কাত

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...