কলকাতা: ১৮ জানুয়ারি শুরু হয়েছিল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তার আগে শেষ রবিবারে জমজমাট বইমেলা চত্বর।
প্রসঙ্গত, বইমেলার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালুর পাশাপাশি চলছে অতিরিক্ত মেট্রো। ফলে যাতায়াত এখন অনেকটাই সহজ। ছবি: রাজীব বসু
বইমেলায় কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউ এসেছেন পরিবারের সঙ্গে আবার কেউ এসেছেন একা। সকলেই এদিন আন্তর্জাতিক বইমেলা উপভোগ করছেন। ছবি: রাজীব বসু
উল্লেখযোগ্য ভাবে নজরে পড়ছে কমবয়সিদের আগমন। বিশেষজ্ঞরা যেখানে বলছেন, মোবাইল ছেড়ে বইয়ে মন দিতে, বইমেলায় যেন স কথারই প্রতিফলন! ছবি: রাজীব বসু
এ বছর স্টলের সংখ্যা বাড়িয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। শুধু বই নয়, রয়েছে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ছবি: রাজীব বসু
শীর্ষস্থানীয় প্রায় সব প্রকাশনী সংস্থা বইয়ের পসরা নিয়ে বসেছে বইমেলায়। সঙ্গে রয়েছেন ছোটো এবং নতুন প্রকাশকরাও। ক্রেতা সমাগম মোটের উপর মন্দ নয়। ছবি: রাজীব বসু
ভিড় থেকে বই বিক্রির নিরিখে আগের রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে এ বারও। ছবি: রাজীব বসু