কলকাতা : জল্পনাই হলো সত্যি। আজ শনিবার থেকেই বাড়তে চলেছে শহরের পার্কিং ফি। এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে গেল পার্কিং ফি। সূত্র মারফত জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত দু চাকা গাড়ির জন্য যেখানে ঘণ্টা পিছু ৫ টাকা করে পার্কিং ফি নেওয়া হতো সে জায়গায় আজ থেকে নেওয়া হবে ১০ টাকা।
এমনকি ৩ ঘণ্টার বেশি সময় পার্কিংয়ে গাড়ি রাখলে দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার ফি ৬০ টাকা। ৫ ঘণ্টায় ৮০ টাকা। অন্যদিকে চারচাকা গাড়ির ক্ষেত্রে এতদিন দিতে হত ১০ টাকা সে জায়গায় এবার থেকে ২০ টাকা দিয়ে হবে পার্কিং ফি। সময় বাড়ল বাড়বে টাকার পরিমাণ।
বেড়েছে বাস, লরির পার্কিং ফিও। এতদিন যেখানে দিতে হত ২০ টাকা। এবার থেকে সে জায়গায় ৪০ টাকা দিতে হবে। এক্ষেত্রেও সময় বাড়লে বাড়বে টাকার পরিমাণ।
আরও পড়ুন : মুখ ভার আকাশের! ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি