Homeখবরদেশ‘নোংরা পোশাক পরা মেয়েরা শূর্পণখার মতো’, ফের বিতর্কে বিজেপির কৈলাস বিজয়বর্গীয়

‘নোংরা পোশাক পরা মেয়েরা শূর্পণখার মতো’, ফের বিতর্কে বিজেপির কৈলাস বিজয়বর্গীয়

প্রকাশিত

ইনদওর: যে সব মেয়েরা ‘নোংরা পোশাক’ পরেন, তাঁদের শূর্পণখার (Shurpanakha) মতো দেখতে লাগে! গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইনদওরে হনুমান জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে মহিলাদের পোশাক নিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। যথারীতি তাঁর এই মন্তব্যকে কেন্দ্র ঘরে ফের বিতর্কে জড়ালেন বিজেপি নেতা।

‘নোংরা পোশাক’

অনেকেরই হয়তো মনে রয়েছে, ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন এই কৈলাস। একাধিক বার বিতর্কিত মন্তব্যের জেরে চর্চায় এসেছিলেন সেসময়। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপে কৈলাসকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ, সেই মেয়েরাই আজকাল দেখি নোংরা পোশাক পরছে। নোংরা পোশাক পরলে মেয়েদের দেবী তো মনে হয়ই না। মনে হয় শূর্পণখা।”

এখানেই থামেননি বিজেপি নেতা, সোজা মেয়েদের ‘শরীর’ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। বর্ষীয়ান বিজেপি নেতা বলছেন, “ঈশ্বর এত ভালো শরীর দিয়েছেন। তা হলে নোংরা পোশাক পরা কেন? ভালো পোশাক পরুন।”

অন্য দিকে, যুবসমাজের অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলে কৈলাস বলেছেন, “আমি যখন দেখি ছেলেমেয়েরা ড্রাগসের নেশা করছে, তখন মনে হয় গাড়ি থেকে নেমে পাঁচ-সাতটা থাপ্পড় কষিয়ে দিই। আমাদের দেশ আজ সবদিক থেকে বিশ্বের সেরা। শুধু যুবসমাজ পিছিয়ে পড়ছে।”

কাঠগড়ায় কৈলাস

কৈলাসের এইসব মন্তব্য ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। কৈলাসের এইসব মন্তব্যের তীব্র সমালোচনা করছে বিরোধী রাজনৈতিক দল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। বিজেপি নেতার কথা আসলে দেশের মহিলা ও যুবসমাজের প্রতি অবমাননা বলে সোচ্চার হয় বিরোধী রাজনৈতিক দলগুলো।

কংগ্রেসের মুখপাত্র সঙ্গীতা শর্মা বলেন, “বিজেপি নেতারা বারবার নারীদের অপমান করেন। এটা তাঁদের চিন্তাভাবনা এবং তাঁদের মনোভাবের বহির্প্রকাশ। যে কারণে স্বাধীন ভারতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় নারীদের শূর্পণখা বলে ডাকছেন এবং তাঁদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন।”

সরব বাংলার শাসক দল তৃণমূলও। টুইটে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ পিছচ্ছে। মহিলা যা খুশি তাই পোশাক পরার জন্য বিজেপি নেতারা এখন নারীদের রাক্ষসের সঙ্গে তুলনা করছেন! আচরণের জন্য কৈলাস কী নিজের ছেলেকে তিরস্কার করবেন।”

শূর্পণখা কে?

রামায়ণের একটি চরিত্রের নাম শূর্পণখা। যিনি রাবণের বোন। রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করার কারণে সূর্পনখা নিজের শারীরিক গঠণ পরিবর্তন করার ক্ষমতা ছিল। তিনি নিজের মুখমণ্ডলের পাশাপাশি গলার স্বরও পরিবর্তন করতে পারতেন। বাল্মিকী মুনির কথা অনুসারে, সূর্পনখার শারীরিক গঠণ এবং গায়ের রং অত্যন্ত ভয়ঙ্কর ছিল।

লক্ষ্মণকে প্রলুব্ধ করার চেষ্টা করেন। শূর্পণখার নাক এবং কান কেটেছিলেন লক্ষ্মণ। কথিত আছে, যদি সূর্পণখা না থাকত, তাহলে বোধহয় এই রামায়ণও লেখা হতো না। কারণ, লক্ষ্মণ এই শূর্পনখার নাক কাটার পরেই রাম এবং রাবণের মধ্যে দ্বৈরথ শুরু হয়। সেই শূর্পণখার সঙ্গে এ বার তরুণীদের তুলনা টানলেন বিজয়বর্গীয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।