Homeখবরদেশ৬ মাসের জন্য সাসপেন্ড ১৮ বিজেপি বিধায়ক, তুলকালাম কাণ্ড কর্নাটক বিধানসভায়

৬ মাসের জন্য সাসপেন্ড ১৮ বিজেপি বিধায়ক, তুলকালাম কাণ্ড কর্নাটক বিধানসভায়

প্রকাশিত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় মাসের জন্য বরখাস্ত ১৮ জন বিজেপি বিধায়ক। শুক্রবার কর্নাটক বিধানসভার অধ্যক্ষ ইউ টি খাদার তাঁদের বরখাস্ত করেন।

এই সিদ্ধান্তের পেছনে কারণ হল, ওই বিধায়করা অধিবেশন চলাকালীন অধ্যক্ষের নির্দেশ অমান্য করে বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। তাঁরা স্পিকারের আসনে উঠে পড়েন, কাগজ ছোড়েন এবং অধিবেশনের কেন্দ্রস্থলে বিক্ষোভ দেখান। পরবর্তীতে, বিধানসভার মার্শালরা তাঁদের বাইরে নিয়ে যান।

বরখাস্ত হওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন বিরোধী দলের চিফ হুইপ দোড্ডানাগৌড়া এইচ পাতিল, অশ্বথ নারায়ণ সি এন, এস আর বিষ্ণুনাথ, বি এ বাসবরাজ, এম আর পাতিল, চন্নাবাসাপ্পা (চান্নি), বি সুরেশ গৌড়া, উমানাথ এ কোটিয়ান, শরণু সালাগার, শৈলেন্দ্র বেলদালে, সি কে রামামূর্তি, যশপাল এ সুবর্ত, বি পি হরিশ, ভারত শেঠি ওয়াই, মুনিরত্ন, বাসবরাজ মাট্টিমোড়, ধীরজ মুনিরাজু এবং চন্দ্রু লামানি।

অধ্যক্ষের আদেশ অনুযায়ী, বরখাস্ত হওয়া বিধায়কদের বিধানসভার হল, লবি এবং গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। তাঁরা কোনো স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে পারবেন না এবং তাঁদের নামে কোনো বিষয় বিধানসভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে না।

সাসপেনশন চলাকালীন তাঁদের দেওয়া কোনো নির্দেশ কার্যকর হবে না এবং কমিটি নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি থাকবে না। এই সময়ে তাঁরা দৈনিক ভাতা থেকেও বঞ্চিত হবেন।

পুরোদিন জুড়ে কর্নাটক বিধানসভা উত্তপ্ত ছিল দুইটি প্রধান ইস্যুতে—হানিট্র্যাপ কেলেঙ্কারি এবং মুসলিমদের জন্য সরকারি চুক্তিতে চার শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিতর্কিত বিল অনুমোদন।

হানিট্র্যাপ বিতর্কের সূত্রপাত হয় যখন সমবায় মন্ত্রী কে এন রাজন্না দাবি করেন যে প্রায় ৪৮ জন রাজনীতিবিদ, যাদের মধ্যে কেন্দ্রীয় স্তরের নেতাঁরাও রয়েছেন, একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেল চক্রের শিকার হয়েছেন।

এই ইস্যুতে বিজেপি বিধায়করা বিধানসভার কেন্দ্রে ঢুকে বিভিন্ন সিডি হাতে নিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা একটি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তোলেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রতিশ্রুতি দেন যে সরকার এই বিষয়ে কারও রক্ষা কবচ হবে না এবং অভিযোগ দাখিল হলে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হবে।

এই বিশৃঙ্খলার মধ্যেই বিধানসভায় একটি অর্থ বিল পাশ হয়। কিন্তু বিজেপি বিধায়করা ভুলবশত এটি মুসলিম সংরক্ষণ সম্পর্কিত বিল ভেবে বিলের অনুলিপি ছিঁড়ে ছুড়ে ফেলেন, যা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।