Homeখবরদেশসত্তরোর্ধ্ব নাগরিকদের আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা, দেশ জুড়ে আরও জনৌষধি কেন্দ্র, জানালেন...

সত্তরোর্ধ্ব নাগরিকদের আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা, দেশ জুড়ে আরও জনৌষধি কেন্দ্র, জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত

নয়া দিল্লি: সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকদের জন্য সুখবর। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোষণা করেছেন যে, কোনও ভারতীয় নাগরিকের বয়স সত্তর বা তার বেশি হলে তাঁরা বিনামূল্যে আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্য পরিষেবা পাবেন। রাষ্ট্রপতি আরও জানান, দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুতলয়ে চলছে।

সংসদে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।”

আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের প্রায় ১২ কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, সেই হাসপাতালগুলিতে প্রকল্পের উপভোক্তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।

রাষ্ট্রপতি মুর্মু আরও জানান যে, দেশে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ চলছে, যা সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে ঔষধ সরবরাহ করবে। এই কেন্দ্রগুলি দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হচ্ছে যাতে গ্রামীণ ও শহুরে এলাকায় সকলের কাছে সহজলভ্য ঔষধ পৌঁছে দেওয়া যায়।

এই উদ্যোগগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও ব্যাপক করার লক্ষ্য নিয়েছে। বিশেষত বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে তাঁদের স্বাস্থ্যের উন্নতি এবং সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনার এই সম্প্রসারণ দেশের বয়স্ক নাগরিকদের জন্য এক বিশাল সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করবে।

এই ঘোষণার ফলে সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাঁদের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...

‘অবসরে’ গোড়ার কথা তুলে ধরে আহিরীটোলা যুবকবৃন্দে ‘রোশনাই’ ছড়াতে প্রস্তুত শিল্পী বিমল সামন্ত

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।