নয়া দিল্লি: সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকদের জন্য সুখবর। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোষণা করেছেন যে, কোনও ভারতীয় নাগরিকের বয়স সত্তর বা তার বেশি হলে তাঁরা বিনামূল্যে আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্য পরিষেবা পাবেন। রাষ্ট্রপতি আরও জানান, দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুতলয়ে চলছে।
সংসদে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।”
আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের প্রায় ১২ কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, সেই হাসপাতালগুলিতে প্রকল্পের উপভোক্তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।
রাষ্ট্রপতি মুর্মু আরও জানান যে, দেশে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ চলছে, যা সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে ঔষধ সরবরাহ করবে। এই কেন্দ্রগুলি দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হচ্ছে যাতে গ্রামীণ ও শহুরে এলাকায় সকলের কাছে সহজলভ্য ঔষধ পৌঁছে দেওয়া যায়।
এই উদ্যোগগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও ব্যাপক করার লক্ষ্য নিয়েছে। বিশেষত বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে তাঁদের স্বাস্থ্যের উন্নতি এবং সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনার এই সম্প্রসারণ দেশের বয়স্ক নাগরিকদের জন্য এক বিশাল সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করবে।
এই ঘোষণার ফলে সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাঁদের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।


                                    