HomeUncategorizedজম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

প্রকাশিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমদ শেখ ৩৭০ ধারার সমর্থনে একটি ব্যানার প্রদর্শন করলে তা নিয়ে বিরোধী নেতা সুনীল শর্মা আপত্তি জানান। এতে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে বিধানসভার মার্শালরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং বিধায়কদের আলাদা করেন। বিজেপি বিধায়কদের জোর করে বের করে দেওয়া হয়। বিজেপি নেতারা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন, দাবি করেন যে তিনি খুরশিদ আহমদ শেখের দিকে পক্ষপাত করছেন।

পরে অধিবেশন সাময়িকভাবে পুনরায় শুরু হলেও, কিছুক্ষণের মধ্যেই তা আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়।এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি রবীন্দর রাইনা ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেসের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “কংগ্রেস কা হাত পাকিস্তান কে সাথ, কংগ্রেস কে হাত সন্ত্রাসবাদীদের সাথ।”

৩৭০ ধারা পুনঃস্থাপনের প্রস্তাব নিয়ে উত্তেজনা

৩৭০ ধারা নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি বুধবারও দেখা গিয়েছিল, যখন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী রাজ্যের বিশেষ মর্যাদা পুনঃস্থাপনের প্রস্তাব আনেন। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার এই বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল। এই প্রস্তাবের বিরোধিতা করতে বিজেপি বিধায়করা প্রস্তাবের কাগজ ছিঁড়ে তার টুকরোগুলি বিধানসভায় উড়িয়ে দেন। এসময় শেখ খুরশিদও সেখানে প্রবেশের চেষ্টা করেন, তবে তাঁকে মার্শালরা আটকায়। এনসি সদস্যরা প্রস্তাবটি পাশের দাবিতে স্লোগান তোলেন।

প্রসঙ্গত, ৩৭০ ধারা নিয়ে বিতর্ক এবং বিধানসভায় এই সংঘর্ষ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির গভীর মতপার্থক্যকে সামনে তুলে ধরছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।