Homeখবরদেশকে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? মহায়ুতি ও এমভিএ জোটের মধ্যে উত্তেজনা তুঙ্গে

কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? মহায়ুতি ও এমভিএ জোটের মধ্যে উত্তেজনা তুঙ্গে

প্রকাশিত

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার আগেই রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মহায়ুতি (বিজেপি-শিবসেনা-এনসিপি) এবং মহাবিকাশ আঘাড়ী (এমভিএ) (কংগ্রেস-শিবসেনা ইউবিটি-এনসিপি এসপি)—দুই জোটই নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী এবং মুখ্যমন্ত্রী পদে দাবি জানাতে শুরু করেছে। তবে এই দুই জোটের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।

মহায়ুতি জোট জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী?

মহায়ুতি জোটের মুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনই নানা মতানৈক্য সামনে এসেছে। শিবসেনা নেতা ও বিধায়ক সঞ্জয় শিরসাট মন্তব্য করেছেন, “বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে ২০২৪ সালের নির্বাচনে লড়েছে মহায়ুতি জোট। ভোটাররা শিন্ডেকে সমর্থন করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার রাখেন।”

অন্যদিকে, বিজেপি নেতা প্রবীণ দারেকর মনে করেন, “যদি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হন, তবে তিনি দেবেন্দ্র ফডনবীশ।”

এদিকে, এনসিপি নেতা অমল মিতকারি দাবি করেছেন, উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। তবে বিজেপির শীর্ষ নেতারা জানিয়েছেন, জোটের তিন শরিক একত্রে বসে একটি “যথাযথ” সিদ্ধান্ত নেবেন।

বিজেপি এই নির্বাচনে সর্বাধিক ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারা সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী। যদিও মহায়ুতি জোটের তরফে আনুষ্ঠানিক মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে নির্বাচনী প্রচারে বিজেপি পোস্টার-ব্যানারে দেবেন্দ্র ফডনবীশকে গুরুত্ব দিয়েছিল।

এমভিএ জোট জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী?

মহাবিকাশ আঘাড়ী জোটেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে মতানৈক্য স্পষ্ট। কংগ্রেস প্রধান নানা পাটোলে দাবি করেছেন, ভোটের প্রবণতা অনুযায়ী কংগ্রেসই বেশি আসন পাবে এবং মুখ্যমন্ত্রী পদ তাদের প্রাপ্য। তবে পরে তিনি নিজের অবস্থান থেকে সরে এসে বলেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত দলের হাইকম্যান্ড নেবে।”

পাটোলের এই মন্তব্যের পর শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত তাঁর সমালোচনা করে বলেন, “কংগ্রেস হাইকম্যান্ড কি পাটোলেকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে অনুমোদন দিয়েছে? যদি তা হয়ে থাকে, তবে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী প্রকাশ্যে তা ঘোষণা করুন।”

এদিকে, বিজেপি নেতা প্রবীণ দারেকর পাটোলের মন্তব্যকে “মুঙ্গেরিলাল কে হাসিন সপনে” বলে আখ্যা দেন।

মুখ্যমন্ত্রী পদ নিয়ে এই উত্তেজনা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী শনিবার (২৩ নভেম্বর, ২০২৪) ফলাফল ঘোষণা মহারাষ্ট্রে। ফলাফল ঘোষণার পর কে মুখ্যমন্ত্রী হবেন, তা দেখতে রাজ্যের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।