Homeখবরদেশভিতরে ভিতরে লালুর সঙ্গে 'খেলছেন' প্রশান্ত কিশোর, ভোটের আগে তুলে নিলেন ৫...

ভিতরে ভিতরে লালুর সঙ্গে ‘খেলছেন’ প্রশান্ত কিশোর, ভোটের আগে তুলে নিলেন ৫ প্রভাবশালী নেতাকে!

প্রকাশিত

প্রশান্ত কিশোরের জনসুরাজ সংগঠনে যোগ দেওয়ায় প্রাক্তন মহিলা জেলা সভাপতি আশা জয়সওয়াল, ব্যবসায়ী সেলের জেলা সভাপতি শিব কুমার সাউ এবং সহকারী মুখপাত্র অজিত কুমার-সহ পাঁচজনকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে আরজেডি। এ ব্যাপারে রাজ্য সভাপতি বহিষ্কারের চিঠিও দিয়েছেন।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন গৌড়ডিহের মহম্মদ আফতাব আলম ও কাহালগাঁওয়ের পবন ভারতীও। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে, সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত আরজেডি। এরই মধ্যে কোনো দলবিরোধী কাজ যাতে কর্মীদের মনে প্রভাব না ফেলে, সে দিকে তাকিয়ে সজাগ রয়েছে দল।

এদিকে দলের বেশ কিছু নেতা অন্য প্রতিষ্ঠানে সুযোগ খুঁজছেন বলে জানা গেছে। কয়েকদিন আগে নভগাছিয়া ও ভাগলপুরে সভা করেছিলেন জনসুরাজ সংগঠনের প্রধান প্রশান্ত কিশোর। জানা যায়, সেখানে ওই সভায় সক্রিয় ছিলেন বহিষ্কৃতরা। বিষয়টি দলের অন্য লোকজন জানতে পারেন। এরপর শুরু হয় তার তদন্ত।

শুধু কি তাই, ওই সংগঠনের বৈঠকে এঁরা সদস্যপদ নিয়েছিলেন বলে জানা গেছে। জেলা সভাপতি চন্দ্রশেখর যাদব রাজ্য সভাপতির কাছে এ নিয়ে অভিযোগ করেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি সবাইকে বহিষ্কার করেন। প্রাক্তন মহিলা জেলা সভাপতি আশা জয়সওয়ালের অতীতেও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

অভিযোগের কারণে তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মহিলা সেলের রাজ্য সভাপতি রিতু জয়সওয়াল। তাঁর জায়গায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সীমা জয়সওয়ালকে। পদ থেকে অব্যাহতি পাওয়ার পর আশা জয়সওয়ালের রাজনৈতিক সক্রিয়তাও কমে গিয়েছিল।

এ বিষয়ে জেলা সভাপতি চন্দ্রশেখর যাদব বলেন, কারও বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।