Homeখবরদেশসমলিঙ্গ বিবাহ: সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, রাজ্যগুলিকে পক্ষ করার দাবি

সমলিঙ্গ বিবাহ: সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, রাজ্যগুলিকে পক্ষ করার দাবি

প্রকাশিত

নয়াদিল্লি: সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে বুধবারও শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এ দিনের শুনানির সময় কেন্দ্রীয় সরকার একটি নতুন হলফনামা দাখিল করেছে। এই মামলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও পক্ষ করতে বলেছে কেন্দ্র।

সমলিঙ্গ বিবাহ নিয়ে ইতিমধ্যেই নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিলে দেশের প্রতিটি নাগরিকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেও আদালতে যুক্তি দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বুধবার এ ব্যাপারে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিরও মতামত জানতে চাইল সরকার।

এর আগে, মঙ্গলবার শুনানি নিয়ে আপত্তি তোলে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বলেছে, আগে ঠিক করা উচিত কোন ফোরামে এই ইস্যু নিয়ে বিতর্ক করা যাবে। জানতে চাওয়া হয়, আদালত বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের সামাজিক ও আইনি বৈধতা নির্ধারণ করতে পারে কি না। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই বিষয়টি আইনসভার আওতাভুক্ত। এমতাবস্থায় আদালতকে প্রথমে শুনানির বিষয়ে সরকারের পক্ষ থেকে উত্থাপিত আপত্তি বিবেচনা করতে হবে, মামলার যোগ্যতা অনুযায়ী পরে শুনানি করতে হবে। আদালতের কী করা উচিত তা আদালতই ঠিক করবে।

সুপ্রিম কোর্টকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৮ এপ্রিল (মঙ্গলবার) রাজ্যগুলির কাছ থেকে এ বিষয়ে মন্তব্য চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথাও শোনা উচিত। তবে আবেদনকারীর পক্ষে উপস্থিত অ্যাডভোকেট মুকুল রোহাতগি তীব্র আপত্তি জানিয়ে বলেন, কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। রাজ্যগুলিকে নোটিশ পাঠানোর প্রয়োজন নেই।

এ দিনের শুনানিতে তিনি বলেন, “সমাজ আইন মেনে নেয়… আমি বিধবা পুনর্বিবাহ আইনের উদাহরণ দিয়েছি এবং আইনটি তৎপরতার সঙ্গে কাজ করেছে। এখানেও আমাদের সমাজকে চাপ দিতে হবে যেন আমাদেরকে সকল ক্ষেত্রে সমান হিসাবে স্বীকার করে। কারণ সংবিধান এটাই বলে। আদালতেরও নৈতিক কর্তৃত্ব আছে।..সংসদ আইন মেনে চলুক বা না চলুক… সমাজ আইন মেনে চলবে”।

বলে রাখা ভালো, গত বছর দু’টি সমকামী দম্পতি নিজেদের বিবাহের অধিকার প্রয়োগের জন্য এবং বিশেষ বিবাহ আইনের অধীনে তাদের বিবাহ নিবন্ধন করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এ ব্যাপারে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: বাল্যবিবাহ ঘিরে উদ্বেগ, ‘সেফ জোন’ হিসেবে ব্যবহৃত জয়নগর-সহ সুন্দরবনের কিছু এলাকা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।