Homeখবরদেশচিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত সাত, উৎসব চলল স্টেডিয়ামের ভিতরে

চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত সাত, উৎসব চলল স্টেডিয়ামের ভিতরে

প্রকাশিত

আইপিএল জয়ের উল্লাসের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত সাত জনের। আহত হয়েছেন প্রায় ৫০ জন। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার রাতে আইপিএল ট্রফি জয়ের পর বুধবার বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল রাজকীয় উৎসবের। দুপুরের পর থেকেই বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলের ট্রফি প্রদর্শনের অনুষ্ঠান ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই উপলক্ষে সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। বিকেলের দিকে তা রূপ নেয় জনসমুদ্রে।

স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল শুধুমাত্র যাঁদের বিশেষ পাস ছিল তাঁদের। কিন্তু হাজার হাজার মানুষ প্রবেশের চেষ্টা করেন গেট ভেঙে। বিশৃঙ্খলা ঠেকাতে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। হুড়োহুড়িতে রাস্তায় পড়ে গিয়ে পদপিষ্ট হন বহু মানুষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সিপিআর দেওয়া হয় রাস্তার মধ্যেই।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নির্ধারিত সময়মতো ট্রফি উদ্‌যাপন অনুষ্ঠান চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। মাঠের ভিতরে যখন বিরাট কোহলিদের সংবর্ধনা চলছে, শিল্পীরা চোখ বন্ধ করে সংগীত পরিবেশন করছেন, তখন স্টেডিয়ামের বাইরে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে অ্যাম্বুল্যান্সে।

ঘটনার খবর পেয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ঘটনাস্থলে যান। জানান, ‘‘প্রচুর ভিড় হয়েছিল। আমরা ৫০০০ পুলিশ মোতায়েন করেছিলাম, তবে আরও বাড়ানো হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’’ তবে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিনি, কারণ পরে তাঁকেও দেখা গিয়েছে কোহলিদের পাশে দাঁড়িয়ে থাকতে, স্টেডিয়ামের মাঝখানে মঞ্চে।

স্টেডিয়ামে ঢোকার টিকিট না থাকা দর্শকদের না আসার অনুরোধ আগেই জানিয়েছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সেই অনুরোধে কেউ কর্ণপাত করেননি। ফলাফল, অপার নিয়ন্ত্রণহীনতা এবং মৃত্যু।

দুর্ঘটনার পরে মেট্রো স্টেশনগুলি বন্ধ করে দেওয়া হয়, স্টেডিয়ামে যাওয়ার রাস্তাগুলি অবরুদ্ধ করা হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই বিপুল জনসমাগমের আশঙ্কা থাকলেও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? আর কেনই বা এই দুর্ঘটনার মধ্যেও থামানো হল না রাজকীয় অনুষ্ঠান?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।