ধর্মতলায় টানা অনশন করার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। আরজি কর হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ টিম গঠন করে তাঁর চিকিৎসা শুরু হয়। অবশেষে, মঙ্গলবার সাত দিনের মাথায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত।
জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ জানান, অনিকেতের রক্তচাপ ও পালস রেট এখন স্বাভাবিক। শারীরিক অবস্থাও স্থিতিশীল হওয়ায় তাঁকে ছুটি দেওয়া হয়েছে, তবে শারীরিক দুর্বলতার কারণে আপাতত হয়তো অনশন করতে পারবেন না। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, যদিও কিডনি বা লিভারে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়েনি।
১০ দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলন আজ ১৩ দিনে পদার্পণ করেছে। ইতিমধ্যেই অনশন চলাকালীন একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন, যার মধ্যে ৬ জন চিকিৎসক এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অনশন চালিয়ে যাচ্ছেন আরও ৮ জন জুনিয়র ডাক্তার।