Homeরাজ্যবীরভূমভরা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীকে কোপানোর অভিযোগ, সুতপাকাণ্ডের স্মৃতি উসকে দিল...

ভরা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীকে কোপানোর অভিযোগ, সুতপাকাণ্ডের স্মৃতি উসকে দিল বীরভূমের ঘটনা

প্রকাশিত

বীরভূম: ভরা রাস্তায় কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ। শুধু তাই নয়, তরুণীকে বাঁচাতে গেলে এক দোকানদারকেও কোপায় আক্রমণকারী যুবক। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলের এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, এ দিন কলেজ থেকে ফেরার সময় বাস ধরার জন্য সাঁইথিয়ার তালতলা মোড়ের কাছে দাঁড়িয়েছিলেন ওই ছাত্রী। ওই সময়েই আচমকা এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। পাশের এক দোকানদার তা দেখে ওই ছাত্রীকে বাঁচাতে গেলে তিনিও রেহাই পাননি। তাঁকেও কোপায় ওই যুবক।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। তাঁর বাড়ি ওই ছাত্রীর পাশের গ্রাম ছোটতুড়িতে। তবে ঠিক কী কারণে ওই যুবক ছাত্রীর উপরে এমন নৃশংস হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ আক্রমণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে সাঁইথিয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, জখম অবস্থায় কলেজ ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যে যুবকেরও বিরুদ্ধে তরুণীকে কোপানোর অভিযোগ উঠেছে, সেই যুবককে প্রথমে স্থানীয়েরাই ধরেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যুবক প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা পত্রপাঠ খারিজ করে দেন। তখনই অভিযুক্ত যুবক নাজিবুল হক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। তবে কী কারণে এই হামলা, এমন প্রশ্নের উত্তরে ওই যুবককে বলতে শোনা যায়, “আমার মনে পড়ছে না!”

প্রসঙ্গত, ২০২২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে একইরকম ঘটনা ঘটেছিল। রাস্তায় সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিলেন সুশান্ত চৌধুরী। সেই ঘটনায় সম্প্রতি সুশান্তকে ফাঁসির সাজা শুনিয়েছে নিম্ন আদালত। আবার সেই নৃশংস ঘটনার স্মৃতি উসকে দিল বীরভূমের ঘটনা।

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা, জ্যোতিপ্রিয়র পাশে মমতা

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

জেলা সভাপতির দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী, সভামঞ্চ থেকে নিজেই করলেন ঘোষণা

বীরভূম : দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতাদের। সেই তালিকায় রয়েছেন বীরভূম জেলার...

বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় মমতা, নোবেলজয়ীকে নিলেন এক হাত

বোলপুর : জমি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। গতকাল, সোমবার...

তৃণমূলের কোর কমিটি গঠন, দায়িত্ব পেলেন শতাব্দি রায়, কাজল শেখ

বীরভূম : চলতি বছরই পঞ্চায়েত নির্বাচন। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি দিনক্ষণ। এই পরিস্থিতিতে...