Homeখবররাজ্যবাংলায় প্রতি আসনে একজন ইনচার্জ, লোকসভা নির্বাচনে নয়া কৌশল বিজেপির

বাংলায় প্রতি আসনে একজন ইনচার্জ, লোকসভা নির্বাচনে নয়া কৌশল বিজেপির

প্রকাশিত

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার পশ্চিমবঙ্গ সফরে রাজ্যের শাসকদল তৃণমূলকে কোণঠাসা করতে একাধিক কৌশল ছকে নিয়েছে গেরুয়া শিবির।

বাংলার সবক’টি লোকসভা আসনের জন্য পৃথক ইনচার্জ নিয়োগ করেছে বিজেপি। শনিবার (৩০ ডিসেম্বর) রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণা করেন। লোকসভা নির্বাচনের আগে দলের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দলের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিত্যানন্দ মুন্সিকে জলপাইগুড়ির ইনচার্জ করা হয়েছে। সঙ্গে আনন্দময় বর্মণকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। একইভাবে অমিতাভ মৈত্রকে কোচবিহারের ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। সুশীল বর্মণকে আলিপুরদুয়ারের ইনচার্জ করা হয়েছে এবং যুগ্ম ইনচার্জ করা হয়েছে সুশান্ত রাভাকে। বিশাল লামাকে দার্জিলিংয়ের ইনচার্জ করা হয়েছে এবং সুকর মুন্ডা ও গোবিন্দ রায়কে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার প্রচারে বিজেপি লোকসভা ধরে ইনচার্জ নিয়োগ করেছে।

২০১৯ লোকসভা নির্বাচনে, বিজেপি বাংলায় ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতেছিল। তবে, এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি বিজেপি। এখন আবারও একটা লোকসভা নির্বাচন আসন্ন, ফলে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি।

গত ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা একদিনের সফরে কলকাতায় এসেছিলেন। তাঁরা দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করে বিশেষ নির্দেশও দিয়েছেন। বাংলায বিজেপিকে অন্তত ৩৫টি আসনে জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন: অযোধ্যায় রেলস্টেশন, বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।