Homeখবররাজ্যসোনারপুরে পদ্ম ফুটবেই! 'তৃণমূলী কালচারের' প্রতিবাদ করে দাবি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের

সোনারপুরে পদ্ম ফুটবেই! ‘তৃণমূলী কালচারের’ প্রতিবাদ করে দাবি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের

প্রকাশিত

যাদবপুর: নাম ঘোষণার পর থেকেই প্রচারের কোনো খামতি রাখছেন না যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপির প্রার্থীর ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সকাল থেকে বিভিন্ন জায়গায় রোড শো করার পাশাপাশি পথসভা থেকে বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। শুনছেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা।

সোনারপুর গোপালনগর খেয়াদহ দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথসভা থেকে তিনি এলাকাবাসীদের জলের সংকটের জন্য তৃণমূল পরিচারিত রাজ্য সরকারকে দায়ী করলেন। তিনি বললেন, কেন্দ্রীয় সরকার ৫২০ কোটি টাকা জলের জন্য বরাদ্দ করেছে কিন্তু রাজ্য সরকার জলের কথা বললেই কেন্দ্রীয় টাকা দেয়নি এমনই প্রচার করছে সর্বত্রই। তাই কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য মোদী সরকারকে আনা খুবই প্রয়োজন।

একইসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলের নতুন কালচার শুরু হয়েছে বিরোধীদের পোস্টার ছেঁড়া এবং দেওয়াল লিখন মুছে দেওয়া। এই কালচার বেশি দিন চলবে না, সোনারপুরে পদ্মফুল ফুটবেই এমনই আশাবাদী তিনি।

সোনারপুর গোপালনগর সভা থেকে তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, “যাঁরা দেবাদিদেবকে অপমান করেছেন, তাঁদের বিশ্বাস করবেন না, তৃণমূল দল সনাতনী বিশ্বাস করে না, সনাতনীদের এরা শেষ করে দেবে। সিপিআইএম এবং তৃণমূল দুটোই একই, তলায় তলায় বিরিয়ানি পার্টি চলে। সৃজন /সায়নী একই দেওয়ালে লেখা আছে। আর পদ্ম দেখলেই যত রাগ ওদের। কিন্তু মানুষের মনে পদ্ম রয়েছে, থাকবে, মন থেকে মুছে দিতে পারবে না, তাই এ বার সোনারপুরে পদ্ম ফুটবেই।”

আরও পড়ুন: এনআইএ-র বিরুদ্ধে এফআইআর পুলিশের, হামলায় গ্রেফতার এখনও শূন্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।