Homeখবররাজ্যঅন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে...

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

প্রকাশিত

বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, সোনালিদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত সম্পূর্ণ বেঠিক। আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে।

কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ আপাতত মুলতুবি রাখার আবেদন জানানো হলেও আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছে।

ঘটনা শুরু বীরভূমের পাইকরের সোনালি বিবিকে কেন্দ্র করে। কাজের সূত্রে সোনালি দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছিলেন। স্বামী দানিশ শেখ এবং আট বছরের পুত্রকে নিয়ে দিল্লির রোহিণীর ২৬ সেক্টরে থাকতেন তিনি। প্রায় দুই দশক ধরে সেখানে কাগজকুড়ুনি ও পরিচারিকার কাজ করতেন সোনালি।

পরিবারের দাবি, গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে দিল্লির কে এন কাটজু মার্গ থানার পুলিশ। পরে কোনও যাচাই-বাছাই ছাড়াই সোনালি, তাঁর স্বামী ও সন্তানসহ পাঁচজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় তাঁদের গ্রেফতারও করে স্থানীয় পুলিশ।

সোনালির পরিবার হাই কোর্টে দাবি জানায়, তাঁরা ভারতের নাগরিক। বীরভূমের বাসিন্দা হিসেবে জমির দলিল, ভোটার কার্ড, এমনকি সোনালির আট বছরের সন্তানের জন্ম শংসাপত্রও আদালতে জমা দেওয়া হয়েছে।

সোনালির আইনজীবীর বক্তব্য, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যথাযথ যাচাই না করেই নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁদের বিদেশে পাঠিয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল।

কলকাতা হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তিতে সোনালির পরিবার। সোনালি বর্তমানে ন’মাসের অন্তঃসত্ত্বা, ফলে পরিবারের উদ্বেগ আরও বেড়েছিল— বিদেশে সন্তান জন্মালে তার নাগরিকত্বের প্রশ্নে জটিলতা তৈরি হতো।

সোনালির বাবা বলেন, “কলকাতা হাই কোর্টকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সামিরুল ইসলাম পাশে না থাকলে মেয়েকে ফেরাতে পারতাম না। দিল্লি পুলিশ না জেনে বাংলাদেশ পাঠিয়েছে। আমরা তো বীরভূমের মানুষ।”

পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, “সোনালিকে বাংলাদেশে পাঠানোর খবর জানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সক্রিয় হই। আদালতের রায় সুবিচার প্রতিষ্ঠা করেছে। সোনালিদের দেশে ফেরানোর পর যেভাবে সাহায্য লাগবে, সব রকম সহযোগিতা করব।”

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অমিত শাহ কলকাতায় আছেন। এক মাকে অপবাদ দিয়ে, শুধুমাত্র বাংলা বলার জন্য বিদেশি বলে পাঠিয়ে দিচ্ছে আপনার সরকার, এজেন্সি। প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চান অমিত শাহ। বিজেপি ক্ষমা চাক।”

আরও পড়ুন: লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

গোরুমারায় মোষের গাড়িতে জঙ্গল সাফারি! ডুয়ার্সে নতুন অভিজ্ঞতায় মুগ্ধ পর্যটকরা

ডুয়ার্সের গোরুমারার জঙ্গলে বেড়াতে এসে এবার পর্যটকদের জন্য নতুন রোমাঞ্চ। জিপসি নয়, মোষের গাড়িতে...

আরও পড়ুন

নিম্নচাপ ঘনীভূত, শনিবার স্থলভাগে প্রবেশ, পুজোয় কি বৃষ্টি হবে?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। শনিবার সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতাতেও ভিজবে পুজো।

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে। ওড়িশা-অন্ধ্র উপকূলে প্রবেশ করলেও সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কতটা প্রভাব পড়বে বাংলায় জানাল আবহাওয়া দফতর।

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।