Homeখবররাজ্যপঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, রায় ঘোষণা হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, রায় ঘোষণা হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় বাংলায় পঞ্চায়েত নির্বাচনে সায় দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের একটি ডিভিশন বেঞ্চের একটি রায়ে ৭ জেলায় এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মনোনয়ন জমা করার সময় বাড়ানোর বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে আদালত। সিদ্ধান্তটি রাজ্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

কোন ৭টি জেলায় এখনই কেন্দ্রীয় বাহিনী

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে চলছিল পঞ্চায়েত মামলা। শুনানি শেষে রায়দান হল এ দিন। হাইকোর্টের অভিমত, ভয়মুক্ত পরিবেশের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিত কমিশনের। যে ৭টি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, জলপাইগুড়ি।

কেন্দ্রীয় বাহিনীর খরচ দেবে কেন্দ্র

৭টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতির পর্যালোচনা করে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে। যেখানে রাজ্য পুলিশের কর্মীর অভাব রয়েছে সেখানে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাবে। কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না। কেন্দ্রকেই দিতে হবে।

ভোটগণনাতেও একই সুরক্ষা

একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে যে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না, সেখানে নির্বাচনী কর্মীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব কমিশনকে নিতে হবে। সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে সেখানে ভিডিয়োগ্রাফিও করতে বলা হয়েছে। একই রকম ভাবে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার

পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা। বেঞ্চ বলেছে, সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

মনোনয়নের সময়সীমা অপরিবর্তিত

তবে নিরাপত্তা নিয়ে নির্দেশ দিলেও পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি হাই কোর্ট। মনোনয়নের সময়সীমা বৃদ্ধি করা হবে কি না, সেই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে, ভোট সংক্রান্ত গোটা বিষয়টাই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের উপর নির্ভর করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এ ছাড়াও আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক নিযুক্ত করতে হবে।

আরও পড়ুন: খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে সমুদ্রে টহল, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় জোরদার প্রস্তুতি

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...