Homeখবররাজ্যহেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

প্রকাশিত

এ বার কি হেরিটেজ স্বীকৃতি পেতে চলেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো? যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব লিভারপুলের যৌথ গবেষণায় ইতিমধ্যেই শুরু হয়েছে এ নিয়ে বিশদ কাজ। আলো, শোলা কাজ, মূর্তি—সব কিছুতেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো অনন্য, সেই ঐতিহ্যকেই আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার চেষ্টা চলছে।

গবেষণায় বলা হয়েছে, জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি বহুভাষাভাষি মানুষের মিলনমেলা। এখানে শুধু দেবী আরাধনা নয়, আলোকসজ্জা থেকে শুরু করে শিল্পকলা, সামাজিক আচার এবং সমবেত উৎসবের মধ্য দিয়ে গড়ে ওঠে এক বিশেষ সংস্কৃতির ধারা। পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগরের ঐতিহাসিক প্রেক্ষাপটও জড়িয়ে আছে এই উৎসবের সঙ্গে। ইউনেস্কোর মাপকাঠি মেনেই বিশদ গবেষণা চলছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রাহি সোরেন সংবাদমাধ্যমকে বলেন, “পুজোর সঙ্গে বিভিন্ন ভাষাভাষির মানুষের সম্পর্ক গড়ে ওঠে। আদান-প্রদানের এক বড় জায়গা হয়ে ওঠে এই পুজো। শোলার কাজ থেকে শুরু করে আলো, সব ক্ষেত্রেই জগদ্ধাত্রী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।”

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। আজও সেই প্রাচীন রীতিনীতি মেনে দেবীর আরাধনা চলে আসছে। শুধু চন্দননগরেই নয়, নদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পুজো হয় এবং বহু মানুষের সমাগম ঘটে।

উল্লেখযোগ্যভাবে, দুর্গাপুজো এক বাঙালি গবেষকের হাত ধরেই ইউনেস্কোর ইন্টেনজেবেল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছিল। এবার সেই পথেই কি এগোবে জগদ্ধাত্রী পুজো? উত্তর দেবে সময়, তবে চন্দননগরে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে।

দুর্গাপুজোর সব প্রতিবেদন পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

‘দেবীপক্ষ শুরু হয়নি, উৎসবের সূচনা করলাম’ পুজো উদ্বোধন বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা

দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি আসলে উৎসবের সূচনা করেছেন। এ বছর প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন বলে জানালেন তিনি।

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

আরও পড়ুন

‘দেবীপক্ষ শুরু হয়নি, উৎসবের সূচনা করলাম’ পুজো উদ্বোধন বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা

দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি আসলে উৎসবের সূচনা করেছেন। এ বছর প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন বলে জানালেন তিনি।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।