Homeখবররাজ্যআরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এ এক বিরলতম দৃশ্য। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে বুধবার রাতে মহানগরী কলকাতা-সহ সারা বাংলা পথে। ঘরদোরের আলো নিভিয়ে কেউ মোমবাতি হাতে, কেউ বা প্রদীপ হাতে বেরিয়ে এলেন বাইরে। নিজেদের বাড়ির সামনেই আলো হাতে দাঁড়িয়ে গেলেন সবাই। চারপাশের বাড়িঘরের আলো সব নেভানো। শুধু জ্বলছে রাস্তার আলো। তাই নিষ্প্রদীপ অবস্থাটা ঠিক অনুধাবন হচ্ছে না।

যে যার বাড়ির সামনে। দেখতে দেখতে দীর্ঘ থেকে আরও দীর্ঘ হয়ে গেল মানুষের জমায়েত। তার পর যে যার নিজের পাড়া পরিক্রমা করে জমায়েত হলেন পাড়ার মোড়ে। সেখানে বিশাল জমায়েত। হাতে নানা পোস্টার। মুখে স্লোগান – একই দাবি, একই স্বর/জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর/ জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার রক্ত/হবে নাকো ব্যর্থ, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি। গাওয়া হল গান – উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়।

বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে বাড়ির বাইরে এসে মোমবাতি বা প্রদীপের আলো হাতে নিয়ে এভাবেই মানববন্ধনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেই ডাকে যেভাবে সাড়া মিলল তা অভূতপূর্ব। এর পরেও শহরের বিভিন্ন জায়গায় রাত দখল অভিযান চলছে। ১৪ আগস্টের পর আবার রাত দখল।     

আরজি করের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ছবি: রাজীব বসু।

বুধবার রাতে পথে আরজি কর হাসপাতালের সামনে প্রতিবাদ জমায়েতে শামিল হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। এছাড়া হাজির ছিলেন তাঁরা কাকা ও কাকিমা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা।

শ্যামবাজার পাঁচমাথা মোড়ে প্রতিবাদীদের ভিড়। ছবি: রাজীব বসু।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ছবি: রাজীব বসু।

মোমবাতি নিয়ে মানববন্ধন ঢাকুরিয়ায়। ছবি: রাজীব বসু।

পাটুলিতে একটি আবাসনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদ। ছবি: শ্রয়ণ সেন।

গড়িয়া মোড়ে জমায়েত। নিজস্ব চিত্র।

বেহালা ব্যানার্জিপাড়ায় মিছিল। ছবি: ডা. অনির্বাণ সিনহা।

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী ও ল ক্লার্কদের প্রতিবাদ মিছিল। ছবি: রাজীব বসু।

আরও পড়ুন

আবার সক্রিয় সুখেন্দু, এবার সংবিধানের ২১ অনুচ্ছেদ নিয়ে সরব হওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।