Homeখবররাজ্যএক অভিনব কৌশলে ভোট প্রচার যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

এক অভিনব কৌশলে ভোট প্রচার যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

প্রকাশিত

কলকাতা: এক অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। গ্রামাঞ্চলে নববর্ষের আগমন উপলক্ষে চৈত্র মাসের শেষের দিকে চড়ক বা গাজন শুরু হয়, আর সেই উপলক্ষে ঢাক বাজে। হঠাৎ ঢাকের বাজনা শোনা গেল যাদবপুর এলাকায়। ঢাকের বাজনা কানে যেতেই কৌতূহলবশত বাড়ির ছাদে কিংবা রাস্তায় সাধারণ উৎসুক মানুষের ভিড়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঢাকের আওয়াজের দিকে। সম্বিৎ ফিরল সাধারণ নাগরিকদের, না এটা কোনো গাজন বা চড়কের ঢাকের আওয়াজ নয়, এটা যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা।

মাঝে দু’দিন বিরতি তারপর আবার স্বমহিমায় প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তিনি জনসংযোগ করলেন নবগ্রাম লোকনাথ মন্দিরে পুজো দিয়ে। ভোটের প্রচারের মাঝেই চলল স্লোগান “জয় শ্রীরাম” ধ্বনি, মুখরিত হল এলাকা, সঙ্গে প্রার্থীকে জেতানোর স্লোগান – ‘এ বার যাদবপুর লোকসভা নির্বাচনের ভোটে জিতবে কে বিজেপি আবার কে।’

প্রার্থী হাত জোড় করে ভোট প্রার্থনা করলেন । বুকে জড়িয়ে আবার হাতে হাত মিলিয়ে অভিনন্দন গ্রহণ করলেন প্রার্থী। ঢাকের বাদ্যির তালে তালে চলল প্রচার। জনসংযোগ যাত্রা শেষ হল শিলালিপি পৌঁছে । প্রার্থীকে এক ঝলক দেখার জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছিলেন কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধা, বয়স্ক ভোটাররা। কয়েক ঘন্টা বিরতির পর আবার বিকাল ৪টা থেকে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নরেন্দ্র মিষ্টান্ন ভান্ডার থেকে জনসংযোগের যাত্রা শুরু করলেন প্রার্থী।

কখনো ছাদের দিকে তাকিয়ে হাত জোড় করে ভোট প্রার্থনা করলেন, কখনো আবার রাস্তার পাশে মুদির দোকান, চলমান অটো যাত্রী কিংবা চলমান মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিরন্তন চলল জনসংযোগ যাত্রা। জনসংযোগ যাত্রা শেষ হল ভারত গেট এলাকায়। সোনারপুরে বিজেপি তাঁকে জেতানোর জন্য জনসাধারণকে অনুরোধ করলেন অনির্বাণ।

আরও পড়ুন: বেঙ্গালুরুর কাফে বিস্ফোরণের ২ মাস্টারমাইন্ডকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করল এনআইএ

সাম্প্রতিকতম

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে এবং বৈঠকের বিবরণ স্টেনোগ্রাফারদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

আরও পড়ুন

আবারও কালীঘাটে বৈঠকের জন্য ডাক জুনিয়র ডাক্তারদের, মুখ্যসচিবের পক্ষ থেকে ইমেল, ‘লাইভ স্ট্রিমিং’ কি হবে?

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য আবারও আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?