Homeখবররাজ্যমরশুমের শীতলতম দিন কলকাতায়, রবিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র পারদ পতনের পূর্বাভাস

মরশুমের শীতলতম দিন কলকাতায়, রবিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র পারদ পতনের পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার সকালে হাড়কাঁপুনি ঠাণ্ডা কলকাতায়। চলতি মরশুমের শীতলতম দিন শহরে। একই ভাবে কনকনে ঠাণ্ডা রাজ্যের সর্বত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ জেলায় জেলায়ও অব্যাহত থাকবে শীতের দাপট।

মরশুমের শীতলতম দিন কলকাতায়

ডিসেম্বর শেষে জানুয়ারি এসে গেলেও শীতের জন্য হা-পিত্যেশ ছিল কলকাতাবাসীর। তবে পূর্বাভাসে বলা হয়েছিল, বৃহস্পতিবার থেকে চড়চড় করে নামবে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন তা নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এই মরশুমে তাপমাত্রার পারদ প্রথম ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এল।

পারদ পতন রাজ্যের সর্বত্র

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও পারা পতন হয়েছে। শুধু তাই নয়, আজ সারাদিনই স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। সকালে কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে তা কেটে গিয়ে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নেই।

রবিবার পর্যন্ত শীতের দাপট

বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে ভালই শীত অনুভূত হবে। আগামী রবিবার পর্যন্ত এই পারা পতন জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়ার দাপটে ধাপে ধাপে তাপমাত্রার পারদপতনের সম্ভাবনা। তবে ৯ জানুয়ারি থেকে ফের এক বার উপরের দিকে উঠতে পারে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন: আবহাওয়ার জের, গুয়াহাটিতে জরুরি অবতরণ স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।