Homeখবররাজ্য২০০০ টাকার নোট বদলাতে আরবিআই অফিসের বাইরে লম্বা লাইন

২০০০ টাকার নোট বদলাতে আরবিআই অফিসের বাইরে লম্বা লাইন

প্রকাশিত

কলকাতা: বাতিল হয়েছে দু’হাজার টাকার নোট। ব্যাঙ্কে গিয়ে বিনিময়ের সময়সীমাও পার। গত ৭ অক্টোবরের পর থেকে আর ব্যাঙ্কে গিয়ে বদলানো যাচ্ছে না গোলাপি নোট। এখন শুধুমাত্র দরজা খোলা রিজার্ভ ব্যাঙ্কের।

৮ অক্টোবর থেকে এখনও নিজের কাছে থাকা দু’হাজার টাকার নোট বদল করতে পারছেন যে কেউ। সেক্ষেত্রে আর ব্যাঙ্কে গেলে হবে না। সারা দেশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিসে গিয়ে দু’হাজার টাকা বিনিময় করা যাচ্ছে। যে কারণে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসগুলির সামনে লম্বা লাইন। এক দিনে শুধুমাত্র ১০টি দু’হাজার টাকার নোটই বদল করা যাচ্ছে।

জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ছবি: রাজীব বসু

বলে রাখা ভালো, চলতি বছরের ১৯ মে আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে দু’হাজার টাকা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। গত ২৩ মে থেকে ব্যাঙ্কে গিয়ে এই নোট বদল করা শুরু হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকা নোট ব্যাঙ্কে জমা করা যাবে বলে আগে জানিয়ে দিয়েছিল আরবিআই। পরে ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। তার পরে আরবিআইয়ের আঞ্চলিক অফিসে নোট বদল শুরু হয়।

সম্প্রতি আরবিআইয়ের তরফে জানানো হয়েছে বাতিল হওয়া দু’হাজার টাকার নোটের ৮৭ শতাংশ ফেরত এসেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের ভাঁড়ারে। ফলে তখনও পর্যন্ত ১০,০০০ কোটি মূল্যের দু’হাজার টাকা নোট বাজারে রয়েছে। গত ২০ অক্টোবর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আরবিআই গভর্নর বলেন, “দু’হাজার টাকার নোট ফিরে আসছে। আর মাত্র ১০,০০০ কোটি মূল্যের দু’হাজার টাকার নোট ফেরত আসতে বাকি রয়েছে। তবে আশা করা হচ্ছে, এই নোটও ফেরত আসবে।”

উল্লেখ্য, ২০১৬ সালে, কেন্দ্রীয় সরকার হাজার টাকা এবং পাঁচশো টাকার পুরনো নোট বাতিল করেছিল। তার জায়গায় নতুন পাঁচশো টাকার নোট এবং দু’হাজার টাকার নোট জারি করেছিল। তবে, এখন সরকার সেই দু’হাজার টাকার নোট বাতিল করেছে।

আরও পড়ুন: মহুয়া মৈত্রের আইফোনে ‘রাষ্ট্রীয় মদতে’ হ্যাকের সতর্কবার্তা, আপনি পেলে কী করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।