Homeখবররাজ্য'বড় দিদি হয়ে এসেছি', আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

শনিবার দুপুরে হঠাৎ করেই সল্টলেকের স্বাস্থ্য ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা গত ৩৪ দিন ধরে ধর্নায় বসে আছেন। মমতা নিজেই তাঁদের অবস্থানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন। তবে মুখ্যমন্ত্রী মাইক নিয়ে দাঁড়ানোর পরও, ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান উঠতে থাকে। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ধৈর্যের সঙ্গে বক্তব্য শুরু করেন।

মমতা বলেন, ‘‘নিরাপত্তাজনিত কারণে বারণ থাকা সত্ত্বেও আমি এখানে নিজে এসেছি। আপনাদের আন্দোলনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, তাই আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আপনাদের দাবিগুলির প্রতি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। যদি কেউ দোষী হয়, তাকে শাস্তি পেতেই হবে। আমি সিবিআইকে অনুরোধ করব, দোষীদের ফাঁসি হোক।’’

মুখ্যমন্ত্রী আরও জানান, আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে সেটি গঠনের পরিকল্পনা করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠন করা হবে, যাতে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার, নার্স এবং পুলিশ কর্মকর্তারা যুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, ‘‘আমি আপনাদের বড় দিদি হয়ে এসেছি। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সমব্যথী হিসেবে এসেছি। আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, শুধু আপনারা কাজে ফিরে যান।’’

মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারেরা যে খাবার খাচ্ছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং খাবার সম্পর্কে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘‘আপনাদের কাছে আসা মানে নিজের মর্যাদা খর্ব করা নয়, এটি আমার শেষ চেষ্টা।’’

এর আগে বৃহস্পতিবার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত থাকলেও, বৈঠক ভেস্তে যায়। ডাক্তারেরা সরাসরি সম্প্রচারের দাবি করেন, যা সরকার গ্রহণ করেনি। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার মমতা নিজে ধর্নাস্থলে উপস্থিত হয়ে চিকিৎসকদের আশ্বাস দিলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।