Homeখবররাজ্য'বড় দিদি হয়ে এসেছি', আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

শনিবার দুপুরে হঠাৎ করেই সল্টলেকের স্বাস্থ্য ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা গত ৩৪ দিন ধরে ধর্নায় বসে আছেন। মমতা নিজেই তাঁদের অবস্থানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন। তবে মুখ্যমন্ত্রী মাইক নিয়ে দাঁড়ানোর পরও, ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান উঠতে থাকে। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ধৈর্যের সঙ্গে বক্তব্য শুরু করেন।

মমতা বলেন, ‘‘নিরাপত্তাজনিত কারণে বারণ থাকা সত্ত্বেও আমি এখানে নিজে এসেছি। আপনাদের আন্দোলনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, তাই আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আপনাদের দাবিগুলির প্রতি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। যদি কেউ দোষী হয়, তাকে শাস্তি পেতেই হবে। আমি সিবিআইকে অনুরোধ করব, দোষীদের ফাঁসি হোক।’’

মুখ্যমন্ত্রী আরও জানান, আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে সেটি গঠনের পরিকল্পনা করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠন করা হবে, যাতে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার, নার্স এবং পুলিশ কর্মকর্তারা যুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, ‘‘আমি আপনাদের বড় দিদি হয়ে এসেছি। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সমব্যথী হিসেবে এসেছি। আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, শুধু আপনারা কাজে ফিরে যান।’’

মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারেরা যে খাবার খাচ্ছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং খাবার সম্পর্কে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘‘আপনাদের কাছে আসা মানে নিজের মর্যাদা খর্ব করা নয়, এটি আমার শেষ চেষ্টা।’’

এর আগে বৃহস্পতিবার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত থাকলেও, বৈঠক ভেস্তে যায়। ডাক্তারেরা সরাসরি সম্প্রচারের দাবি করেন, যা সরকার গ্রহণ করেনি। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার মমতা নিজে ধর্নাস্থলে উপস্থিত হয়ে চিকিৎসকদের আশ্বাস দিলেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।