Homeরাজ্যমুর্শিদাবাদতৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি, উদ্ধার কোটি কোটি টাকা

তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি, উদ্ধার কোটি কোটি টাকা

প্রকাশিত

বুধবার থেকে আয়কর তল্লাশি চলছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা এবং তাঁর দফতর-সহ বিভিন্ন জায়গায়। আয়কর দফতর সূত্রে খবর, তিন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার সারা রাত ধরে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এর মধ্যে ছিল জাকির হোসেনের বাড়ি, গুদাম, কারখানাও। আয়কর দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১৫ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা। এ ছাড়া গোডাউনে হানা দিয়েও উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকা। একটি অফিস থেকে নয় কোটি টাকা উদ্ধারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বিপুল অর্থ কোথা থেকে এল? এর সঙ্গে কোনও হাওয়ালা যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জাকির অবশ্য জানিয়েছেন, গত ২৩ বছর ধরে তিনি আয়কর দিয়ে আসছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, “এখানে তল্লাশি চালানো হয়েছিল। আমরাও ওদের সঙ্গে সহযোগিতা করেছি। এখনও পর্যন্ত সব ঠিক রয়েছে। কারণ আমরা সব সময় ট্যাক্স দিয়ে ব্যবসা করে। মোট ২০-২৫ জন এসেছিল। আমি মনে করি আমার কর দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই।”

একই সঙ্গে জাকির জানিয়েছেন, বিধায়ক জাকির হোসেন জানান, কয়েকদিন আগে আয়কর দফতর থেকে তাঁর কাছে রাইস মিল, তেল ও বিড়ি কারখানার খতিয়ান চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারপরেই এই আচমকা এই তল্লাশি।

আরও পড়ুন: ইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

বিসর্জনে বচসা, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙচুর

দশমীর রাতে মুর্শিদাবাদে শাসক দলের গোষ্ঠীকোন্দল। প্রতিমা বিসর্জন নিয়ে বচসাকে কেন্দ্র করে কাউন্সিলরের বাড়িতে...

কংগ্রেস প্রার্থীর সঙ্গে আঁতাত, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

মুর্শিদাবাদ : চলতি মাসের ২৭ তারিখ ফের রাজ্যে নির্বাচন। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে হতে চলেছে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?