Homeরাজ্যমুর্শিদাবাদকেন নগদ অর্থ মজুত, তৃণমূল বিধায়ককে তলব আয়কর দফতরের

কেন নগদ অর্থ মজুত, তৃণমূল বিধায়ককে তলব আয়কর দফতরের

প্রকাশিত

জঙ্গিপুর: মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে আয়কর দফতর। কেন নগদ অর্থ মজুত ছিল, তার ব্যাখ্যা চেয়ে তৃণমূল বিধায়ককে তলব করল আয়কর দফতর। অন্য দিকে, বিধায়ক স্পষ্টতই জানিয়ে দিলেন, নগদ টাকা মজুদের ব্যাখ্যা দিতে পারবেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার কলকাতার আয়কর দফতরে ডেকে পাঠানো হয়েছে জাকির হোসেনকে। এ ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘আমি বৃহস্পতিবারই আয়কর দফতরের আধিকারিকদের বলেছিলাম, নগদ টাকা মজুদের ব্যাখ্যা দিতে পারব। আজ আমাকে বলা হয়েছে, ওই টাকা সংক্রান্ত সমস্ত নথি আয়করের অফিসে জমা দিতে।’’

বুধবার জাকিরের বাড়ি, বিভিন্ন কারখানা ও কার্যালয়ে হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিধায়কের বাড়ি থেকে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক।

জাকির বলেন, “খাতায়-কলমে আমাদের সবকিছুই ঠিক রয়েছে। আমার ৬০ হাজার শ্রমিক এবং কলেজের স্টাফ রয়েছেন। যে টাকা নিয়ে গিয়েছে, তাতে কলেজের টাকা ছিল, আমার স্ত্রীর টাকাও ছিল। আমরা আইনি লড়াই লড়ব। আমরা চাই সুস্থ সমাধান হোক। আমরা প্রতিষ্ঠিত ব্যবসাদার। আমরা মুর্শিদাবাদের এক নম্বর করদাতা।”

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন জাকির হোসেন। অল্প বয়সেই ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটিয়ে রাজ্যের অন্যতম শিল্পপতিদের মধ্যে স্থান করে নিয়েছেন তিনি। আয়কর দফতরের সাম্প্রতিক পদক্ষেপে তাঁর অভিযোগ, “কর দিয়েও অপদস্ত হতে হচ্ছে। ১১ কোটি অনেকে দেখাচ্ছে। তা ঠিক নয়। ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে গিয়েছে। যে টাকা নিয়ে গেছে তা আইনি টাকা। আমরা তা ফেরত পাব”।

তবে আয়কর দফতরের তলবে নিজে যাবেন কি না, তা স্পষ্ট করেননি বিধায়ক। বলেন, ‘‘আমি সমস্তটা আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে দেব।’’

আরও পড়ুন: সখের বাজার মেট্রো স্টেশনের নাম পালটে বড়িশা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

‘পালে বাঘ না পড়লেও চিৎকার!’, ধর্মীয় বিভাজনের চক্রান্তে সরব মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদ নিয়ে সরাসরি আক্রমণে মমতা

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি ঘিরে ধর্মীয় উস্কানি ও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন বিএসএফ-এর ভূমিকা নিয়েও।

‘বোমা বাঁধতে গিয়ে’ মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু তিন জনের। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। পরিবারের দাবি, তাঁদের খুন করা হয়েছে।

ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই মুর্শিদাবাদে নৌকাডুবি, ৩ জন নিখোঁজ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই ছয়টি ডিঙি নৌকা ডুবে যায়। সাতজন নিখোঁজ থাকলেও চারজন সাঁতরে ফিরে এসেছেন। এখনও তিনজনের খোঁজ মেলেনি।