Homeরাজ্যউঃ ২৪ পরগনাপ্রখর দাবদাহ! অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীদের পাশে উত্তর বরানগর আইএনটিটিইউসি

প্রখর দাবদাহ! অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীদের পাশে উত্তর বরানগর আইএনটিটিইউসি

প্রকাশিত

ব্যারাকপুর: এক নাগাড়ে চলছে তাপপ্রবাহ। গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে পরিষেবা দিয়ে চলেছেন অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীরা। তাঁদের পাশে দাঁড়াল উত্তর বরানগর আইএনটিটিইউসি।

sankar 1

উত্তর বরানগর আইএনটিটিইউসি সভাপতি শংকর রাউতের উদ্যোগে বৃহস্পতিবার অটো, টোটোচালক-সহ পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত সকলকে ঠাণ্ডা পানীয় জল ও গ্লুকোনডি তুলে দেওয়া হয়।

sankar 3

এহেন মানবিক উদ্যোগ খুশি ও আনন্দিত অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীরা। এই উদ্যোগের প্রশংসা করে এক অটোচালক বলেন, “গরমে প্রাণ ওষ্ঠাগত সকলেরই। বিশেষ করে ভরদুপুরে রাস্তায় বেরোলে প্রাণ হাঁসফাঁস করে। কিন্তু আমাদের তো বেরোতেই হবে। এমন পরিস্থিতিতে আমাদের পাশেও যে দাঁড়ানোর মতো কেউ রয়েছে, সেটাই আজ আরও একবার স্পষ্ট হল”।

sankar 5

উদ্যোক্তা শংকর রাউত বলেন, “বিভিন্ন সময়েই আমরা সকলের কথা ভেবে নানারকমের কর্মসূচি নিয়ে থাকি। নতুন করে বলার নয়, এখন তীব্র গরমে মানুষের অবস্থা কাহিল। পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত ভাই-বন্ধুদের সুস্বাস্থ্য কামনায় আমরা আজ ঠাণ্ডা পানীয় জল এবং গ্লুকোনডি তুলে দিলাম”।

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে