Homeরাজ্যউঃ ২৪ পরগনাহাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, অবরোধ-অনশনে কামদুনি

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, অবরোধ-অনশনে কামদুনি

প্রকাশিত

কলকাতা: শুক্রবার কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত দু’জনের সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে, স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলেই সর্বোচ্চ আদালতে যেতে চায় রাজ্য।

২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। নিম্ন আদালত ৬ জনকে দোষী সাব্যস্ত করে। তিনজনের ফাঁসির সাজাও দেয়। বাকি তিনজনেরও শাস্তি হয়। তবে এরপর মামলা যায় হাইকোর্টে।

শুক্রবার হাইকোর্টে রায়দান হয় এই মামলার। আদালত এক ফাঁসির সাজাপ্রাপ্ত-সহ আরও একজনকে বেকসুর খালাস করে দেয়। বাকি দুই ফাঁসির সাজাপ্রাপ্তের আমৃত্যু কারাদণ্ড হয়। অন্য দু’জন খালাস হয় ১০ হাজার টাকা জরিমানার বদলে। এই রায়ে হতাশ নির্যাতিতার পরিবার, কামদুনি।

ঘটনায় প্রকাশ, হাইকোর্টে কামদুনি-রায় ঘোষণা হতেই হতাশ নির্যাতিতার পরিবার। খুশি নয় কামদুনির মানুষ। হতাশায় ভেঙে পড়েন কামদুনির সুবিচার চেয়ে আন্দোলনকারী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালরা। বিচারপতিদের এজলাসে যাওয়ার পথে রাস্তাতেই বসে পড়ে কান্নাকাটি শুরু করেন তাঁরা। কাঁদতে কাঁদতে অজ্ঞানও হয়ে যান মৌসুমী!

পরিবারের তরফে তখনই জানিয়ে দেন, হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন। রায় মেনে নেয়নি রাজ্য সরকারও। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের হয়ে গোটা বিষয়টি দেখছে সিআইডি। ডিআইজি স্তরের এক অফিসারের অধীনে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। সেই দলের দুই আধিকারিক শুক্রবারই মৌসুমীর বাড়িতে এসে দেখা করেন তাঁর সঙ্গে। ১১টার কিছু আগে সিআইডির একটি দল কামদুনিতে ঢোকে। ২০ মিনিট ছিল সেখানে। সেখানে ছিলেন নির্যাতিতার বাবা ও মা।

তবে, রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে অনাস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার ভাই। তিনি বলেন, “রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কী করবে? সিআইডি তো চার্জশিট সাজিয়েছে ১ জনের বিরুদ্ধে। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীকে তিন বার চিঠি দিয়েছি। চিঠিতে লিখেছি, কোনও সরকারি আইনজীবী এই মামলা লড়তে চাইছেন না। আপনি হস্তক্ষেপ করুন। কোনও চিঠির আজ পর্যন্ত জবাব পাইনি। এই রায়ের পর কামদুনি সুবিচারের দাবিতে ফের পথে নামবে। ফের অবরোধ হবে, বিক্ষোভ দেখবে রাজ্য।”

আরও পড়ুন: হাইকোর্টে কামদুনি রায়: ফাঁসিতে দণ্ডিত দু’জনের আমৃত্যু কারাদণ্ড, অন্যজন বেকসুর খালাস, অন্য তিন দণ্ডিতও খালাস   

সাম্প্রতিকতম

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, ঘোষণা করে দিলেন বিজেপি নেতা

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীসের নাম ঘোষণা করলেন বিজেপি নেতা সুধীর মুঙ্গন্তিওয়ার। সোমবার...

বিধানসভায় মুখোমুখি মমতা-রাজ্যপাল, শপথগ্রহণ অনুষ্ঠানে সৌজন্যের বার্তা

অবশেষে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিধানসভায় উপনির্বাচনে...

আদানি ইস্যুতে কংগ্রেসকে এড়িয়ে গেল তৃণমূল, সংসদে বিরোধীদের বিভাজন স্পষ্ট

সোমবার সংসদে কংগ্রেসের নেতৃত্বে হওয়া বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক থেকে দূরে থাকল তৃণমূল কংগ্রেস।...

রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, বিধানসভায় প্রস্তাব মমতার

কলকাতা: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন...

আরও পড়ুন

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ঢাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘরিয়ার যুবক, রক্তাক্ত অবস্থায় দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। মোবাইল ও টাকা লুট, চিকিৎসায় হয়রানি— দেশে ফিরে পুলিশের কাছে অভিযোগ।

রিকশাচালকের সততায় রাস্তায় হারানো ১৫ লক্ষ টাকার চেক ফিরল মালিকের হাতে

বাগুইআটির রিকশাচালক নুর আলি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। রাস্তায় পড়ে থাকা ১৫ লক্ষ...

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত

ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে 'মূল' অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে