অজন্তা চৌধুরী
সম্প্রতি তেঘোরিয়ার চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রমের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি নিবেদন করলেন আশ্রম পরিচালিত নিবেদিতা ফ্রি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা।
চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রমে ছাত্রছাত্রীদের শুধুমাত্র বিনামূল্যে পাঠদানই করা হয় না, সেই সঙ্গে নাটক, নৃত্যনাট্য, গান, নাচ, আবৃত্তি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন এখানকার শিক্ষক-শিক্ষিকারা। বছরভর শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব, স্বামী বিবেকানন্দের জন্মদিন, রবীন্দ্র-নজরুলজয়ন্তী এবং আরও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নিবেদিতা ফ্রি কোচিং সেন্টারের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা।
এ বছরের রবীন্দ্র-নজরুল সন্ধ্যায় উপস্থিত ছিলেন ‘পদ্মশ্রী’প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডা. অরুণালোক মণ্ডল। এ দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রয়াস ‘হে নূতন’ ছিল এক কথায় অসাধারণ।
এ দিন সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্র কবিতা ‘অভিসার’ অবলম্বনে নৃত্যনাট্যটি। শিক্ষিকা কৃষ্ণা বিশ্বাস এবং তানিয়া সরকারের সুপরিকল্পনা এবং পরিচালনায় নৃত্যনাট্যটি এক বিশেষ মাত্রায় পৌঁছে গিয়েছিল।
কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের পরিবেশিত রবীন্দ্র-নাটক ‘খ্যাতির বিড়ম্বনা’ সমবেত দর্শকমণ্ডলীর বিশেষ প্রশংসা লাভ করে। ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানটির মাধ্যমে কবি নজরুল ইসলামকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা হয়।
অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষের সহায়তায় কোচিং সেন্টারের পক্ষ থেকে সুন্দরবন অঞ্চলের মানুষদের চিকিৎসার্থে ডা. অরুণালোক মণ্ডলের হাতে কিছু ওষুধপত্র দেওয়া হয়।
আরও পড়ুন
অস্বস্তিকর গরমে হাসফাঁস দক্ষিণবঙ্গ, উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা