Homeরাজ্যউঃ ২৪ পরগনাখড়দহে অধ্যাপকের ফ্ল্যাটে নোটের পাহাড়, কমিশন নিয়ে পড়ুয়া ভর্তির টাকা?

খড়দহে অধ্যাপকের ফ্ল্যাটে নোটের পাহাড়, কমিশন নিয়ে পড়ুয়া ভর্তির টাকা?

প্রকাশিত

কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচ, মালদহের পরে এ বার খড়দহ। এক অধ্যাপকের ফ্ল্যাটে মিলল লক্ষ লক্ষ টাকা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অভিযানে বড়ো অঙ্কের নগদ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য।

নাথুপাল ঘাট রোডে এক অধ্যাপকের বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার। এখনও পর্যন্ত ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ। ২ হাজার নোটে ওই বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। তার পর মেলে এই বিপুল অঙ্কের টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে অনুমান করছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকেন অমিতাভ দাস নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান। মোটা অঙ্কের বিনিময়ে তিনি ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দিতেন বলে অভিযোগ। এমনকী কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে, অমিতাভের ফ্ল্যাটে তল্লাশি বা এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়।

অমিতাভ ছাড়াও তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে। গত আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন তাঁরা।। পুলিশ সকলকেই জিজ্ঞাসাবাদ করে। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না এমন কাণ্ড ঘটতে পারে।

আরও পড়ুন: মরশুমের শীতলতম দিন, ১০-র ঘরে কলকাতার পারদ

সাম্প্রতিকতম

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে।...

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

আরও পড়ুন

সায়ন্তিকা ও সজলের বিরুদ্ধে বরানগরে তণ্ময় ভট্টাচার্যকে প্রার্থী করল সিপিএম

তন্ময় ভট্টাচার্য উত্তর দমদমের বিধায়ক ছিলেন। কিন্তু ২০২১ সালে তিনি তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পরাজিত হন। বরানগরের তৃণমূলের বিধায়ক ছিলেন তাপস রায়। তিনি সম্প্রতি   জোড়া ফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, অবরোধ-অনশনে কামদুনি

কলকাতা: শুক্রবার কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত...

হাইকোর্টে কামদুনি রায়: ফাঁসিতে দণ্ডিত দু’জনের আমৃত্যু কারাদণ্ড, অন্যজন বেকসুর খালাস, অন্য তিন দণ্ডিতও খালাস   

খবর অনলাইন ডেস্ক: কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলায় নিম্ন আদালতে দণ্ডিত ব্যক্তিদের সাজা কমে...