Homeরাজ্যউঃ ২৪ পরগনাখড়দহে অধ্যাপকের ফ্ল্যাটে নোটের পাহাড়, কমিশন নিয়ে পড়ুয়া ভর্তির টাকা?

খড়দহে অধ্যাপকের ফ্ল্যাটে নোটের পাহাড়, কমিশন নিয়ে পড়ুয়া ভর্তির টাকা?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচ, মালদহের পরে এ বার খড়দহ। এক অধ্যাপকের ফ্ল্যাটে মিলল লক্ষ লক্ষ টাকা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অভিযানে বড়ো অঙ্কের নগদ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য।

নাথুপাল ঘাট রোডে এক অধ্যাপকের বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার। এখনও পর্যন্ত ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ। ২ হাজার নোটে ওই বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। তার পর মেলে এই বিপুল অঙ্কের টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে অনুমান করছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকেন অমিতাভ দাস নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান। মোটা অঙ্কের বিনিময়ে তিনি ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দিতেন বলে অভিযোগ। এমনকী কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে, অমিতাভের ফ্ল্যাটে তল্লাশি বা এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়।

অমিতাভ ছাড়াও তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে। গত আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন তাঁরা।। পুলিশ সকলকেই জিজ্ঞাসাবাদ করে। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না এমন কাণ্ড ঘটতে পারে।

আরও পড়ুন: মরশুমের শীতলতম দিন, ১০-র ঘরে কলকাতার পারদ

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।