Homeখবররাজ্যপঞ্চায়েত স্তরেও চালু হচ্ছে অনলাইনে সম্পত্তিকর আদায়

পঞ্চায়েত স্তরেও চালু হচ্ছে অনলাইনে সম্পত্তিকর আদায়

প্রকাশিত

রাজ্যের পঞ্চায়েত দফতর এবার পঞ্চায়েত স্তরেও অনলাইনে সম্পত্তিকর আদায়ের প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। পুরসভাগুলির অনুকরণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বছরের শুরু থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে এই বিষয়ে আলোচনা শুরু করেন পঞ্চায়েত দফতরের শীর্ষ আধিকারিকেরা। কোন গ্রামীণ এলাকায় কী ধরনের পরিকাঠামো প্রয়োজন, সেই নিয়ে ব্লক ও গ্রাম পঞ্চায়েত অফিসগুলির পরিস্থিতি যাচাই করা হয়। লোকসভা নির্বাচনের পর এই প্রক্রিয়া আরও দ্রুত এগোচ্ছে।

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের পুরসভাগুলির মতোই গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসগুলিতে অনলাইনে সম্পত্তিকর আদায়ের ব্যবস্থা করা হবে। একটি বেসরকারি সংস্থাকে এই পরিকাঠামো গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গ্রামীণ প্রশাসন থেকে সরাসরি কর আদায়ের ব্যবস্থাও করবে। বর্তমানে কিছু গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে এই পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে।

ইউপিআই নির্ভর লেনদেন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে থাকা কিউআর কোড স্ক্যান করে সম্পত্তিকর জমা দিতে পারবেন। পঞ্চায়েত দফতরের আধিকারিকদের মতে, রাজ্যের প্রায় সাত কোটি মানুষ এই নতুন পদ্ধতি চালু হলে উপকৃত হবেন। বর্তমানে পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান-সহ বিভিন্ন কাজ অনলাইনে হয়, কিন্তু সম্পত্তিকর আদায় এখনও অফলাইনে করা হয়। এবার সেই ব্যবস্থাও অনলাইনে রূপান্তরিত হচ্ছে।

নতুন পদ্ধতি সম্পর্কে পঞ্চায়েত দফতরের এক আধিকারিক বলেন, “নতুন নিয়মটি চালু হলে পঞ্চায়েত দফতর কেন্দ্রীয়ভাবে সম্পত্তিকর সংগ্রহের উপর নজরদারি চালাতে পারবে। এতে রাজস্ব আদায়ও বাড়বে। রাজ্য সরকার অনলাইন পদ্ধতিকে অধিকতর সুবিধাজনক মনে করছে, তাই এই ক্ষেত্রেও সেই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।”

টেলিমেডিসিন পরিষেবায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাল স্বাস্থ্য মন্ত্রক  

এছাড়া, গ্রামীণ জনতাকে সম্পত্তিকর অনলাইনে প্রদান করতে তিন কিস্তিতে কর দেওয়ার সুবিধাও দেওয়া হবে, যাতে দ্রুত এই নতুন পরিষেবা জনপ্রিয় হয় পঞ্চায়েত স্তরে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।