উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার বামুনগাছির দাপুটে তৃণমূল নেতা খুনের তদন্তের মাঝেই বদলি করা হল জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে। আর তাঁর জায়গায় শনিবার কাজে যোগ দিলেন পার্থসারথি পাল।
শুক্রবার সন্ধ্যায় রাকেশ চট্টোপাধ্যায়ের বদলির অর্ডার চলে আসে। তাঁকে বদলি করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। আর তাঁর জায়গায় জয়নগর থানার নতুন আইসি হিসেবে আনা হয় বারুইপুর ডিআইবি-র আইসি থেকে পার্থসারথি পালকে।
শনিবার জয়নগর থানার বিদায়ী আইসি নবনিযুক্ত জয়নগর থানার আইসি পার্থসারথি পালের হাতে দায়িত্বভার তুলে দেন। এই বদল নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূল নেতা খুনের ঘটনার মাঝে হলেও এই বদলিটা রুটিন মাফিক বদলি বলেই বারুইপুর পুলিশ জেলার সূত্রে জানা গিয়েছে।
শনিবার দায়িত্ব বুঝে নিয়ে নব নিযুক্ত আইসি পার্থসারথি পাল বিদায়ী আইসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার সাহায্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে চান বলে জানালেন। বিদায়ী আইসি-কে বিদায় জানাতে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেক মানুষই।
মাত্র এক বছর পাঁচ মাস আগে জয়নগর থানার দায়িত্বভার নিয়েছিলেন বাঁকুড়া থেকে জয়নগরে এসে। সামান্য এই সময়ের মধ্যে জয়নগরের মানুষের কাছে, নিজের সহকর্মীদের কাছে একজন ভালো মানুষের পরিচয় তুলে ধরেছিলেন রাকেশ চট্টোপাধ্যায়। তিনি এই কম সময়ের মধ্যে জয়নগর এলাকায় বেশ কিছু ভালো কাজ করেছেন বলে দাবি স্থানীয়দের। তাই বিদায় বেলায় জয়নগরের মানুষ আবার চায় তিনি আবার যেন ফিরে আসুন জয়নগর থানার দায়িত্ব নিয়ে। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থল ও তাঁর সুস্থ জীবন কামনা করতে ভোলেনি জয়নগরের মানুষ।
প্রসঙ্গত, কালীপুজোর পরের দিন ভোর ৫টা নাগাদ স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন সইফুদ্দিন। দু’টি বাইকে করে পাঁচ জন দুষ্কৃতী আসে। এরপর দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় জয়নগরের দাপুটে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের। এরপর কয়েক ঘণ্টার মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম। একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘পুলিশের উপর আস্থা আছে’, দোষীদের কঠোর শাস্তি চান জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতার বাবা