Homeরাজ্যদঃ ২৪ পরগনাঅবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ, আতঙ্ক কাটল এলাকাবাসীর

অবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ, আতঙ্ক কাটল এলাকাবাসীর

প্রকাশিত

কুলতলি: কয়েক দিন ধরে কুলতলিতে ত্রাস ছড়ানো রয়্যাল বেঙ্গল টাইগারকে অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় খাঁচাবন্দি করলেন বনকর্মীরা। সোমবার বাঘটিকে ধরতে গিয়ে গুরুতর আহত হন এক বনকর্মী। এরপরেই তৎপরতা আরও বাড়িয়ে রাতভর নজরদারির পর বাঘ ধরার জন্য টোপ হিসাবে রাখা ছাগলেই ফাঁদে পড়ে দক্ষিণরায়।

কিভাবে ধরা পড়ল বাঘ?

সোমবারই বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বন দফতর কুলতলির একটি সব্জি খেতে দু’টি খাঁচা পাতে। টোপ হিসাবে রাখা হয় ছাগল। মঙ্গলবার ভোর ৩টে ৩২ মিনিটে বাঘটি সেই টোপে ধরা পড়ে। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর আজই গভীর জঙ্গলে ছাড়া হতে পারে বাঘটিকে।

আতঙ্ক, আহত বনকর্মী ও গ্রামবাসীদের উদ্বেগ

বাঘ ধরার চেষ্টার মধ্যেই সোমবার বনকর্মী গণেশ শ্যামলের উপর হামলা করে বাঘটি। ঘাড়ে কামড় বসিয়ে সে আবার গভীর জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর আহত গণেশকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর থেকেই গ্রামবাসীদের আতঙ্ক আরও বেড়ে যায়। বনকর্মীদেরও মনোবলে কিছুটা ধাক্কা লাগে, তবে তারা চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। মঙ্গলবার ভোরে বাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই সব্জি খেতে ভিড় জমাতে শুরু করেন।

বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো কেন?

বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, ১০ বছর বয়সী এই পুরুষ বাঘটি কেন লোকালয়ে চলে এলো, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি বলেন, বয়স বেশি হলে, জঙ্গলে দ্বন্দ্ব হলে বা বাঘের সংখ্যা বেড়ে গেলে তারা জঙ্গল ছাড়তে পারে।

তিনি আরও জানান, বাঘটি সামান্য পরিমাণে টোপের ছাগল খেয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী এটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কোথায় তা এখনও নির্ধারিত হয়নি।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস

বাঘ ধরার পর এলাকাবাসীর আতঙ্ক অনেকটাই কেটেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গলে খাদ্যের সংকট বা অন্য কোনও কারণে বাঘ লোকালয়ে আসছে কি না, তা খতিয়ে দেখা দরকার। বন দফতর বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত চালাবে বলে জানিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।