কুলতলিতে সৃষ্টিশ্রী মেলা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রীর পসরা

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের কুলতলিতে তিনদিনের সৃষ্টিশ্রী মেলা। দক্ষিণ ২৪ পরগনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা আয়োজন করা হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলি বিক্রি করে উপার্জনের দিশা দেখাচ্ছে এই মেলা। রাজ্য সরকারের একটি প্রকল্প যার নাম সৃষ্টিশ্রী। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। চলবে টানা তিন দিন ধরে।

সুন্দরবনের ও গোটা দক্ষিণ ২৪ পরগনার পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের তৈরি জিনিসপত্র বিক্রির অন্যতম স্থান এই সৃষ্টিশ্রী মেলা। বেশ কিছু কাউন্টার খোলা হয়েছে। কুলতলির সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্টের মাঠে হওয়া এই মেলার আয়োজক দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

এই মেলা চলবে শনিবার (১১ মার্চ) পর্যন্ত। পিছিয়ে পড়া মহিলারা কী ভাবে স্বনির্ভর হতে পারেন, সেই বিষয়ের উপরে বিভিন্ন ব্লকের একটি করে এই স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপ রয়েছে। তাছাড়া একটি বিশেষ গুরুত্ব এই প্রকল্পের মাধ্যমে স্কুলের যে ড্রেস দেওয়া হয় সেগুলি এই প্রকল্পের মাধ্যমে তৈরি করার পর স্কুলে দেওয়া হচ্ছে।

কুলতলির এই মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কি চন্দ্র হাজরা, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিকরা।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ উপস্থিত হচ্ছেন এই মেলায়। প্রতিদিন থাকছে কলকাতার নামীদামি শিল্পীদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন