উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: বিশ্বের সবচেয়ে আশ্চর্যতমের মধ্যে উল্লেখযোগ্য সুন্দরী সুন্দরবন। আর এক শ্রেণীর অসাধু মানুষের নজরে শেষ হয়ে যাচ্ছে এই সুন্দরবন। এ বার সুন্দরবনকে রক্ষা করবে ‘সুন্দরী সুন্দরবন’ অ্যাপ।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার সুন্দরবন রক্ষার জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার শুরু হল। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। যার মধ্যে দিয়ে একদিকে যেমন নানা ধরনের অভিযোগ জানানো যাবে, তেমনই বিভিন্ন বিষয়ে আবেদন ও জানানো যাবে। পাশাপাশি কেউ কোনো তথ্য জানতে চাইলেও এই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সুন্দরবন সংক্রান্ত সেই তথ্য প্রদান করা হবে।
এ ছাড়া যে কেউ এই অ্যাপ্লিকেশনে সুন্দরবন সংক্রান্ত ছবি, তথ্য আপলোডও করতে পারবেন ব্যবহারকারীরা। সব মিলিয়ে সুন্দরবনকে আরও ভালো ভাবে জানতে, বুঝতে ও সুন্দরবন এলাকার মানুষের সমস্যার সমাধান ও জীব বৈচিত্রকে রক্ষার তাগিদে এই মোবাইল অ্যাপ চালু করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের।
সুন্দরবন রক্ষায় এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন সুন্দরবন বিশেষজ্ঞরাও।
আরও পড়ুন: ১ এপ্রিল শুরু ‘দুয়ারে সরকার’, এ বার শিবির বুথ স্তরে