উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নিমপীঠ: রাসায়নিকের হাত থেকে ফসলকে রক্ষা করতে জৈব চাষের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আর কৃষকদের এই কাজে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র।
আমাদের ঘরে থাকা নিত্য ব্যবহার্য সামগ্রী থেকে জৈবসার তৈরি করা হচ্ছে। সেই সার দিয়ে চাষ করে কৃষকরা খুঁজে পাচ্ছেন বিকল্প কর্মসংস্থানের দিশা। গত শুক্রবার থেকে হওয়া দু’দিনের প্রাকৃতিক চাষের উপর সুন্দরবন এলাকার কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির শেষ হয়ে গেল নিমপীঠে। জয়নগর-২ ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে চাষের কাজকে কী ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় দু’দিন ধরে।
সুন্দরবনের কুলতলি, জয়নগর, কাকদ্বীপ, মথুরাপুর-২, পাথরপ্রতিমা ও নামখানা ব্লক থেকে ৪০ জন কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন গত দু’দিন ধরে। নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী সোমনাথ সরদার গত দু’দিন ধরে এই প্রশিক্ষণ দেন আগত সুন্দরবনের কৃষকদের।
এ বিষয়ে কৃষি বিজ্ঞানী সোমনাথ সরদার বলেন, “জৈব চাষের ফসল ভালো হয়। আয়ু বেশি হয়। এই খাবারে ক্ষতি হয় না। শরীর ভালো থাকে। তাই আমাদের প্রাকৃতিক সম্পদকে কতটা চাষের কাজে লাগানো যায় এবং কী ভাবে লাগানো যায় সে বিষয়ে সুন্দরবনের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হল। যাতে তারা নিজেদের জমিতে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারে”।
অন্য দিকে, দু’দিনের এই শিবিরে এসে অনেক কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন আগত কৃষকেরা। তাঁদের কথায়, প্রাকৃতিক সম্পদকে চাষের কাজে ব্যবহার করলে বহুবিধ সুবিধার মিলবে। সে সব কথাই তুলে ধরা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে।
আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে চা শ্রমিকরা