Home খবর রাজ্য SSC-র নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন-বিক্রির অভিযোগে চাঞ্চল্য, ফেসবুক পোস্টের জেরে গ্রেফতার এক...

SSC-র নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন-বিক্রির অভিযোগে চাঞ্চল্য, ফেসবুক পোস্টের জেরে গ্রেফতার এক ব্যক্তি

SSC-র নিয়োগ পরীক্ষা ঘিরে ফের প্রশ্ন ফাঁস বিতর্ক। শুভেন্দু অধিকারীর অভিযোগের পর ফেসবুকে পোস্ট করে প্রশ্ন পাইয়ে দেওয়ার দাবি, চন্দ্রকোণা থেকে গ্রেফতার অরিন্দম পাল। অভিযোগ খারিজ করল কমিশন।

Fake post arrested

২০১৬ সালের নিয়োগ দুর্নীতির ছায়া এখনও কাটেনি স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ওপর। এরই মধ্যে আসন্ন SLST নিয়োগ পরীক্ষা (৭ ও ১৪ সেপ্টেম্বর) ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ৫০ হাজার টাকায় পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও শাসকদল তৃণমূল।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থেকে অরিন্দম পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি ফেসবুকে পোস্ট করে দাবি করেছিলেন—পরীক্ষার দু’দিন আগে টাকা দিয়ে পাওয়া যাবে প্রশ্ন ও উত্তরপত্র। তাঁর দাবি অনুযায়ী, মুর্শিদাবাদ থেকে বর্ধমানে গিয়ে ১৪ লক্ষ টাকা দিলে পরীক্ষার্থীদের প্রশ্ন মুখস্থ করিয়ে দেওয়া হবে। যদিও তদন্তে উঠে এসেছে, ধৃতের প্রকৃত ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দাবি, ধৃত ব্যক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সক্রিয় কর্মী এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি ছড়িয়ে সরকার ও প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছিলেন। পুলিশের তরফে পোস্ট করে সতর্কবার্তা দেওয়া হয়েছে—মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাবে স্কুল সার্ভিস কমিশনের স্পষ্ট বক্তব্য, “পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, আশঙ্কার কোনও কারণ নেই।” কমিশনের দাবি, বিরোধী দলনেতার অভিযোগ ভিত্তিহীন।

সব মিলিয়ে, পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস বিতর্কে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারীর সরাসরি অভিযোগ, অন্যদিকে কমিশনের খণ্ডন ও পুলিশের গ্রেফতারি—এই পরিস্থিতিতে রবিবার ও আগামী সপ্তাহে হতে চলা এসএসসি-র পরীক্ষা ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version