Homeখবররাজ্য১৩১টি নিম্নমানের ওষুধ চিহ্নিত কেন্দ্রের, রাজ্যে জাল ওষুধ নিয়ে কড়া বার্তা মুখ্যসচিবের

১৩১টি নিম্নমানের ওষুধ চিহ্নিত কেন্দ্রের, রাজ্যে জাল ওষুধ নিয়ে কড়া বার্তা মুখ্যসচিবের

প্রকাশিত

চলতি বছরের মার্চ মাসে ১৩১টি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা এনএসকিউ তালিকাভুক্ত এই ওষুধগুলির মধ্যে রয়েছে জ্বর, ঠান্ডা, কাশি, সুগার, প্রেশার, ইনসুলিন, দামি অ্যান্টিবায়োটিক সহ একাধিক জরুরি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ৭১টি ওষুধকে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল ৬১টি ওষুধকে মানহীন বলে রিপোর্ট দিয়েছে।

বিশেষত, শিশুদের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্লোরফেনিরামাইন ম্যালেট ও ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডের কম্বিনেশন সিরাপ ৪ বছরের নিচে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। স্পষ্টভাবে গেজেট নির্দেশনায় জানানো হয়েছে, উপযুক্ত সতর্কীকরণ ছাড়া এই ওষুধ তৈরি ও বিক্রি নিষিদ্ধ।

অন্যদিকে, জাল ওষুধ নিয়েও রাজ্যে কড়া মনোভাব দেখাল প্রশাসন। শনিবার একাধিক দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট বার্তা দিয়েছেন, ভেজাল ওষুধের বিরুদ্ধে ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে। বাজারে নিষিদ্ধ ওষুধ যাতে কোনওভাবে না পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও সতর্ক করেন, কোভিড পর্বে তৈরি হওয়া ২০ বেডের হাসপাতালগুলি যেন স্টোররুমে পরিণত না হয়ে পড়ে। ডেঙ্গু মোকাবিলাতেও সক্রিয় ভূমিকা নিতে হবে প্রশাসনকে।

সূত্রের খবর, হাওড়ার আমতায় জাল ওষুধ কাণ্ডে ফের নড়েচড়ে বসেছে ড্রাগ কন্ট্রোল। উলুবেড়িয়া আদালতে বিষয়টি তোলা হলে বেলেঘাটার চাউলপট্টি রোডের দু’টি দোকানের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হয়েছে। ইতিমধ্যেই দোকান দুটি বন্ধ করে তাদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না মিললে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছে দপ্তর।

বর্তমানে মোট ১৩টি ওষুধকে কেন্দ্র করে তদন্ত চলছে। যার মধ্যে বেশিরভাগই প্রেশারের ওষুধ। এছাড়াও রয়েছে প্রস্টেটের ওষুধ, অ্যালবুমিনসহ একাধিক ওষুধ। প্রস্টেটের একটি ওষুধের পরীক্ষায় তা জাল বলে জানা গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, নিষিদ্ধ ওষুধ এখনও কোথাও ব্যবহৃত হচ্ছে কি না, তার উপরেও নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং ১২টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।