Homeখবররাজ্যকাটছে দুর্যোগের মেঘ, ভোলবদল শুরু আবহাওয়ার

কাটছে দুর্যোগের মেঘ, ভোলবদল শুরু আবহাওয়ার

প্রকাশিত

কলকাতা: উৎসব শেষ। দুর্যোগের আশঙ্কাতেও আপাতত ইতি। গত দু’দিন কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। একাদশীতে আংশিক মেঘলা আকাশ এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ দিন থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু। বৃহস্পতিবার আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে এ বার ইনিংস শুরু প্রস্তুতি নিচ্ছে শীত। কমবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিসের মতে, বুধবার উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে বৃহস্পতিবার থেকে ফের শরতের আকাশ ফিরতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে একাদশীর দিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হাওয়া বদল হবে। পরিষ্কার হবে আকাশ। আপাতত পশ্চিমবঙ্গে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে হাজির না হলেও তার প্রভাবে জলীয় বাষ্প বাতাসে ঢুকেছে। এ বার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই ফের উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো বাতাস ঢুকবে। বাড়বে শীতের আমেজ।

উল্লেখ্য, পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। নবমীর দিন তা পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। দশমীর রাতেই বাংলাদেশে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

আরও পড়ুন: ‘আবার এসো মা’, দশমীতে বিদায়ের সুর বিসর্জনে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।