Homeখবররাজ্যনভেম্বরের শেষেই শীতের ছোঁয়া, বুধবার আরও নামবে পারদ

নভেম্বরের শেষেই শীতের ছোঁয়া, বুধবার আরও নামবে পারদ

নভেম্বরের শেষেই রাজ্যে বাড়ছে শীতের আমেজ। বুধবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির কাছাকাছি, পশ্চিমাঞ্চলে পারদ নামতে পারে ১৩ ডিগ্রিতে। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও রাজ্যে সরাসরি কোনও প্রভাব নেই। আন্দামান অঞ্চলে জারি সতর্কতা।

প্রকাশিত

নভেম্বরের শেষ থেকেই রাজ্যে বইতে শুরু করেছে শীতের হালকা আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের মাঝামাঝি আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পারদ নামতে পারে ১৩ ডিগ্রি বা তারও নিচে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার মরসুমের শীতলতম দিন কাটিয়েছে কলকাতা—সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। সপ্তাহান্তে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা নামলেও পরবর্তী তিন-চার দিনে তা আবার বাড়বে।

এদিকে বঙ্গোপসাগরে রয়েছে জোড়া নিম্নচাপ
• মালাক্কা প্রণালীর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
• আরেকটি নিম্নচাপ রয়েছে কোমোরিন ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে, যা আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে, তার পরের ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

তবে এই দুটি নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব রাজ্যের আবহাওয়ায় নেই। অন্যদিকে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বলে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত, ডাবগ্রামে নতুন আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও ঘোষণা রাজ্য সরকারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।