Homeখেলাধুলোএশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা...

এশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন

প্রকাশিত

ভারত: মনপ্রীত সিং, হরমনপ্রীত সিং (২), অমিত রুইদাস এবং অভিষেক জাপান: সেরেন তানাকা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বার এশিয়ান গেমসে সোনা। শুক্রবার জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল। এটা এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের চতুর্থ সোনা। সেইসঙ্গে সরাসরি প্যারিস অলিম্পিক্সের টিকিট জোগাড় করে ফেলল টিম ইন্ডিয়া।

এ বারের এশিয়ান গেমস দাপটের সঙ্গে শুরু করেছিল ভারত। উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে ১৬ গোল করে দিয়েছিলেন মনদীপ-মনপ্রীতরা। এর আগে পুল রাউন্ডেও ভারত ও জাপান মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত জিতেছিল ৪-২ গোলে। সেই ছন্দের একবার পতন দেখা যায়নি। জাপানের বিরুদ্ধে শুধু ফাইনাল নয়, গ্রুপ লিগের ম্যাচেও জিতেছিল ভারত। ফাইনালে তারই অ্যাকশন রিপ্লে দেখা গেল।

এ দিন ভারতের হয়ে গোল করেন মনপ্রীত সিং (২৫ মিনিট), হরমনপ্রীত সিং (৩২ মিনিট এবং ৫৯ মিনিট), অমিত রুইদাস (৩৬ মিনিট) এবং অভিষেক (৪৮ মিনিট)। জাপানের একমাত্র গোল করেন সেরেন তানাকা (৫১ মিনিট)।

খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মিনিট চারেকের মধ্যে সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল। যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাল্টা একটি গোল করেন জাপানের তানাকা। যদিও ৫৯ মিনিটের মাথায় ফের হরমনপ্রীতের গোলে ৫-১ গোলে ম্যাচ জয় ও দেশকে সোনা জেতানো নিশ্চিত হয়ে যায়।

প্রসঙ্গত, একটা সময় ভারতীয় হকি টিম একের পর এক ইতিহাস তৈরি করেছে অলিম্পিকে। অন্য দিকে, ১৯৬৬ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে প্রথম বার সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। দ্বিতীয় সোনা এসেছিল সেই ব্যাঙ্ককেই। সেজন্য অপেক্ষা করতে হয়েছিল ৩২ বছর। ১৯৯৮ সালে দ্বিতীয় সোনা জিতেছিল। তৃতীয় সোনা জিতেছিল ২০১৪ সালে। আর চতুর্থ সোনা এল আজ।

আরও পড়ুন: এশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

সাম্প্রতিকতম

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান'-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ...

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...