Homeখেলাধুলোক্রিকেটপ্রতিপক্ষ 'দুর্বল' ওয়েস্ট ইন্ডিজ, ৫ উইকেটে ওয়ানডে জিতল ভারত

প্রতিপক্ষ ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজ, ৫ উইকেটে ওয়ানডে জিতল ভারত

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ: ১১৪ (হোপ ৪৩ অ্যাথামেজ ২২ কুলদীপ ৪/৬, জাডেজা ৩৭/৩, শার্দূল ১/১৪)

ভারত: ১১৮-৫ (ঈশান কিসান ৫২,সূর্যকুমার ১৯, জাডেজা ১৬*, মইতে ২/২৬)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া। পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৫০ ওভারের ম্যাচে ১১৫ রান ছিল এককথায় সহজ লক্ষ্য।

ম্য়াচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে ভারত। বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিংয়ে কিছুটা বিপাকে পড়তে হয় টিম ইন্ডিয়াকে। তবে জিততে কোনো বেগ পেতে হয়নি, ৫ উইকেটে জেতে তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে।

ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার দূরস্ত, মাত্র ২৩ ওভারেই শেষ হয়ে গেলেন শাই হোপ, হেটমেয়াররা। ব্যাটারদের মধ্যে মাত্র চার জন দুই অঙ্কের রানে পৌঁছলেন। বাকিরা এলেন আর গেলেন। শাই হোপ সর্বাধিক রান ৪৩ করেন।

ভারতের হয়ে নজর কাড়লেন দুই স্পিনার। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে নিলেন চার-চারটি উইকেট। রবীন্দ্র জাডেজা ৩৭ রানে নিলেন ৩টি উইকেট। অভিষেক ম্যাচে নেমে একটি উইকেট তুললেন মুকেশ কুমারও।

অপেক্ষাকৃত দুর্বল টিমের বিরুদ্ধে অল্পবিস্তর পরীক্ষানিরীক্ষাও করল টিম ম্যানেজমেন্ট। রান তাড়া করতে নেমে এ দিন কিছুটা অন্যদিকে হাঁটেন রোহিত শর্মা। তিনি ওপেন করতে নামেননি। বদলে ওপেন করতে পাঠান ঈশান কিসান ও শুভমন গিলকে। এরপর উইকেট পড়তে থাকলে একেরপর এক তরুণ ক্রিকেটারকে পাঠান তিনি।

ঈশান ৫২ রান করলেও শুভমন মাত্র সাত রানে আউট হন। হার্দিক আউট হয়ে যান মাত্র পাঁচ রান করে। শার্দূল ঠাকুর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র এক রান করে আউট হন। রোহিত এবং জাডেজা ম্যাচ শেষ করেন।

আরও পড়ুন: বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৩তম আত্মাহুতি দিবস পালন

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড টি২০: ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় অভিষেক-বরুণদের  

ইংল্যান্ড: ১৩২ (জোস বাটলার ৬৮, বরুণ চক্রবর্তী ৩-২৩, অর্শদীপ সিংহ ২-১৭, অক্ষর পটেল ২-২২) ভারত:...

মঙ্গলবারও ইডেনে চলল অনুশীলন, সূর্য বললেন ইডেনের উইকেট বরাবরই হাই স্কোরিং

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ইডেনের সবুজ মাঠে মুখোমুখি হবে ভারত ও...

শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি২০ ক্রিকেট, বুধবার ইডেনে প্রথম ম্যাচ

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। পাঁচটি টি২০ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে