Homeখেলাধুলোক্রিকেটচোটের কারণে ক্রিকেট থেকে দূরে! বুমরা, শ্রেয়স, কেএল রাহুল কবে ফিরছেন?

চোটের কারণে ক্রিকেট থেকে দূরে! বুমরা, শ্রেয়স, কেএল রাহুল কবে ফিরছেন?

প্রকাশিত

এখন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে এই সফরে ভারতীয় দলের অনেক নামী খেলোয়াড় দলের সঙ্গে নেই। তবে এরই মধ্যে এই খেলোয়াড়দের ফেরার বিষয়ে সুখবর এসেছে।

ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সফরের দল ঘোষণা হতেই পরিষ্কার হয়ে যায় যে সুস্থ হয়ে ওঠেননি যসপ্রীত বুমরা, কেএল রাহুল এবং শ্রেয়স আয়ার।

টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় জসপ্রীত বুমরা, কেএল রাহুল এবং শ্রেয়স আয়ার দীর্ঘদিন চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন। তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় খেলোয়াড়দের ফেরার জন্য। যদিও তাঁরা কবে দলে ফিরতে পারবেন তা এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পরিষ্কার করে বলা হয়নি। যদিও প্রস্তুতি চলছে। চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে চাইছেন তাঁরা।

ইংরাজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল এবং মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আয়ার চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের ময়দানে ফিরতে চলেছেন। চোট পাওয়া সব খেলোয়াড়দের নিয়ে ওই রিপোর্টে একটি বড়ো আপডেট প্রকাশ্যে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, রাহুল এই সপ্তাহ থেকে ব্যাটিং অনুশীলন শুরু করবেন। ২০২৩ সালের আইপিএলের মাঝামাঝি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় রাহুল চোট পান।

পিঠের ব্যথার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বুমরা। গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার খেলেছিলেন তিনি। এই বছর মার্চে ভারতীয় পেসারের অস্ত্রোপচার হয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবও হয় তাঁর। তিনি আইপিএল ২০২৩ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি।

অন্য দিকে, চোটের কারণে আইপিএল ২০২৩-এ অংশ নিতে পারেননি শ্রেয়স। এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজ়ের সময় পিঠে চোট পান তিনি। এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজ়ের সময় পিঠে চোট পান শ্রেয়স। এপ্রিলে লন্ডনে অস্ত্রোপচার হয় তাঁর।

তবে এখন এই দুই খেলোয়াড়ই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে ফিরবেন। রিপোর্টে বলা হয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আয়ার ও বুমরাকে পাওয়া যাবে।

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?